Connect with us
ফুটবল

রোনালদোকে ছাড়িয়ে মেসির বিশ্বরেকর্ড

রোনালদোকে ছাড়িয়ে মেসি
রোনালদোর ২১১ জোড়া গোল ছাপিয়ে  ২১২টি জোড়া গোল রয়েছে এখন মেসির ঝুলিতে

যুক্তরাষ্ট্রের লিগস কাপের রাউন্ড অব ৩২-এ বৃহস্পতিবারের ম্যাচে অরলান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। আর এই জোড়া গোলের মাধ্যমেই ফুটবল ইতিহাসে সবথেকে বেশি জোড়া গোলের রেকর্ড করে ফেলেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

এতদিন এই রেকর্ড দখলে ছিলো আরেক পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার ঝুড়িতে ছিলো ২১১টি জোড়া গোল।

ইন্টার মায়ামিতে অভিষেক হওয়ার আগ পর্যন্ত জোড়া গোলের দৌড়ে এগিয়ে ছিলেন রোনালদোই। তবে মায়ামিতে যোগ দেয়ার দ্বিতীয় ম্যাচেই আটলান্টার বিপক্ষে জোড়া গোল করার পরে আবার আজকের ম্যাচেও অরলান্ডো সিটির বিপক্ষে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী খেলোয়ার। যার ফলশ্রুতিতে ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশিবার জোড়া গোল করা ফুটবলার এখন লিওনেল মেসি। রোনালদোর ২১১ জোড়া গোল ছাপিয়ে  ২১২টি জোড়া গোল রয়েছে এখন মেসির ঝুলিতে।

তবে, ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচে হ্যাট্রিকের দিক থেকে এখনো এগিয়ে আছেন পর্তুগীজ তারকা। মেসির ৫৭ হ্যাট্রিকের বিপরীতে তার হ্যাট্রিক আছে ৬২ টি । মোট গোলসংখ্যায় ও এগিয়ে আছেন পর্তুগীজ তারকা। ক্লাব ও আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে রোনালদোর মোট গোল সংখ্যা ৮৩৯টি। বিপরীতে মেসির ঝুলিতে আছে ৮১২টি গোল।

আরও পড়ুনঃরোনালদোর ক্লাব আল নাসেরে সাদিও মানে

ক্রিফোস্পোর্টস/৩আগস্ট২৩/এমএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল