রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ অন্তত ২৫ শিরোপা জিতেছেন মার্সেলো ভিয়েরা দ্য সিলভা। আন্তর্জাতিক ফুটবলে খুব বেশি সফলতা না পেলেও ক্লাব ফুটবলের তার ক্যারিয়ার ছিল অনেকটাই সমৃদ্ধ। এবার আনুষ্ঠানিক ভাবে ফুটবল থেকে নিজের অবসরের ঘোষণা দিলেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের এই তারকা ডিফেন্ডার।
গতকাল (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও প্রকাশ করে নিজের বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন মার্সেলো। তারকা এই খেলোয়াড়ের ফুটবল থেকে অবসরের ঘোষণার পর নানা বিশিষ্ট জন তাকে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। এদিকে মার্সেলোর বিদায়ের খবরে স্মৃতিবিচলিত হয়ে পড়েন রোনালদো। এই ব্রাজিলিয়ানকে ‘ভাই’ সম্বোধন করে দেন বিদায়ী বার্তা।
নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে মার্সেলোর সঙ্গে রিয়ালে খেলার ছবি পোস্ট করে তার ক্যাপশনে রন লেখেন, ‘আমার ভাই, কি অবিশ্বাস্য ক্যারিয়ার! আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি, অর্জন করেছি নানা বিজয় এবং তৈরি করেছি অবিস্মরণীয় মুহূর্ত। তুমি একজন সতীর্থের চেয়েও বেশি, একজন জীবনের সঙ্গী। সবকিছুর জন্য ধন্যবাদ বন্ধু, জীবনের এই নতুন ধাপে তোমার জন্য শুভকামনা রইল।’
আরও পড়ুন:
» বিপিএলের ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (৭ ফেব্রুয়ারি ২৫)
» বিপিএল ফাইনালে তামিমকে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি
এর আগে ২০০৭ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেন ব্রাজিল তারকা মার্সেলো। পরবর্তীতে ২০০৯ সালে দলটিতে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৮ সাল পর্যন্ত একত্রে জুটি বেঁধে তারা খেলেছে রিয়েল মাদ্রিদের হয়ে। অর্জন করেছেন অসংখ্য শিরোপা। ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে চার দফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এই জুটি। আছে একত্রে দুটি লা লিগার শিরোপা সহ অসংখ্য বড় ট্রফি।
রোনালদো মাদ্রিদ ছাড়লেও আরও বেশ কিছুদিন রিয়ালেই ছিলেন মার্সেলো। শত বছরের ইতিহাসে প্রথম কোনো নন-স্প্যানিয়ার্ড ফুটবলার হিসেবে ২০২১-২২ মৌসুমে রিয়াল মাদ্রিদের অধিনায়কত্ব পেয়েছিলেন মার্সেলো। তার নেতৃত্বেই লস ব্লাঙ্কোসরা সেই মৌসুমে জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ। তবে এরপরেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়েন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে একেবারে বাজে ক্যারিয়ার ছিল না তার। দুটি অলিম্পিক মেডেল ও কনফেডারেশন ট্রফি জিতেছেন ব্রাজিলের হয়ে। এদিকে গতকাল নিজের অবসর ঘোষণা কালে তিনি উল্লেখ করেছেন, অবসর নিলেও ফুটবলকে দেয়ার অনেক কিছু আছে তার। কোচিং ক্যারিয়ারে তিনি পা দিচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে। এদিন ভিডিও বার্তায় রিয়াল মাদ্রিদের সুখস্মৃতির কথাও উল্লেখ করেছেন মার্সেলো।
ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি/এফএএস