গেল কাতার বিশ্বকাপেই হয়তো অনেকে শেষ দেখে ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে সবাইকে ভুল প্রমাণ করে এখনো নিজ মহিমায় ছুটে চলেছেন এই পর্তুগিজ তারকা। বর্তমানে নিজের যেই ফিটনেস ধরে রেখেছেন রোনালদো, তা নিয়ে আরো বছর তিনে খেলে যেতেই পারেন তিনি। অনেকে ধারণা করছেন ২০২৬ বিশ্বকাপেও মাঠ মাতাবেন ফুটবলের এই কিংবদন্তি।
তবে একটা সময় পর হলেও যে অবসর নিতে হয় সকলকে, সেটা জানেন ৩৯ বছর বয়সী এই ফুটবলারও। তবে অবসরের পরে কী করবেন তিনি? অসংখ্য ফুটবলার নিজেদের খেলোয়াড়ি জীবনের ইতি টেনে যুক্ত হন ভিন্ন অনেক পেশায়। কেউ আবার ফুটবল মাঠেই ভিন্ন কোন ভূমিকায় কাটিয়ে দেন সারাজীবন। কেউবা সবকিছু ছেড়ে সময় দেন কেবল পরিবারকে কিংবা রাজনীতিতে।
ফুটবল বিশ্বের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদো কী করবেন নিজের অবসরের পর, সেটা জানার আগ্রহ তার সকল ভক্ত সমর্থকদের। এবার সেই বিষয়ে কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা রোনালদোর এক সময়ের সতীর্থ ফরাসি ফুটবলার লুই সাহা। তিনি মনে করেন ফুটবল থেকে অবসর নেওয়ার পর রোনালদো হতে পারেন একজন পারফেক্ট কোচ।
সম্প্রতি লুই বলেন, ‘আমরা তার (রোনালদোর) শক্তিমত্তা ও আবেগ দেখেছি। আমি মনে করি সে সফল একজন কোচ হতে পারে। কারণ তার মাঝে ডিয়েগো সিমিওনের ইচ্ছা এবং জিনেদিন জিদানের বিশ্বাসযোগ্যতা আছে। হোসে মরিনহো, কার্লো আনচেলত্তি ও স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে কাজ করার অভিজ্ঞতার আছে তার। নিজস্ব জ্ঞানেও সমৃদ্ধ রোনালদো। এসব নিয়ে কোচিং পেশায় হাজির হলে বিষয়টা হবে দুর্দান্ত।’
‘এটা কেবল ফুটবলের ব্যাপার না, সে কীভাবে নিজেকে পরিচালনা করবে এবং লক্ষ্য অর্জন করতে পারে সব কিছুর দিকে তাকিয়ে থাকবে সবাই। অনেক ক্ষেত্রেই সে নিজেকে প্রতিনিধিত্ব করতে পারে। সে হতে পারে একজন ম্যানেজার, কিংবা একটি ক্লাব সভাপতি। সে যা অর্জন করেছে তা প্রশংসনীয়, সেও একজন স্বাভাবিক মানুষ, যে অন্য দের মতো ভুল করতে পারেন। তবে তিনি সর্বদা কঠোর পরিশ্রম চালিয়ে যান’– যোগ করেন লুই।
আরও পড়ুন: বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৪/এফএএস