Connect with us
ফুটবল

স্বপ্ন পূরণের আরও কাছে রোনালদো, দিলেন এগিয়ে যাওয়ার বার্তা

Cristiano Ronaldo
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখনও ফুটবল মাঠে ছুটে চলেছেন ক্রিস্টিয়িনো রোনালদো। প্রতিনিয়ত নিজের স্বপ্ন পূরণে এগিয়ে চলেছেন এই পর্তুগিজ তারকা। আগেই জানিয়ে রেখেছিলেন বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান তিনি। এবার সেই লক্ষ্যের আরও কাছে গিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন রোনালদো।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে আল খুলুদের বিপক্ষে ম্যাচে আরেক গোল করেছেন এই তারকা ফুটবলার। যা তার ক্যারিয়ারের ৯২৮তম গোল। শেষ পর্যন্ত এই ম্যাচে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছে আল নাসর। যেখানে গোটা ম্যাচেই দারুন পারফর্ম করেন রোনালদো। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই।’

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। সাদিও মানে ও জন ডুরানের আক্রমণ ও শট প্রতিহত হয়ে বক্সের মধ্যে এলে নিখুঁত ফিনিশিংয়ে স্কোর করেন এই পর্তুগিজ তারকা। এরপর ২৬তম মিনিটে রোনালদোর লম্বা পাস থেকে সতীর্থের সহায়তায় দ্বিতীয় গোলটি করেন সাদিও মানে। ৪১তম মিনিটে জন ডুরান করেন তৃতীয় গোল।

আরও পড়ুন:

» সুপার ওভারে বিরল নজির গড়ে হংকংয়ের বিশ্বরেকর্ড

» অ্যাশেজের আগে ইংল্যান্ডকে সতর্ক বার্তা দিলেন ওয়ার্নার

তবে ম্যাচে রোনালদো পুরো সময় খেলার সুযোগ পাননি। ৬০তম মিনিটে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়, যা নিয়ে তিনি অসন্তুষ্টিও প্রকাশ করেছেন। মাঠ ছাড়ার সময় তিনি কোচকে কিছু বলে ড্রেসিংরুমে চলে যান। কোচের এই সিদ্ধান্তে চটেছেন ভক্ত সমর্থকরাও।

রোনালদোর স্বপ্ন পূরণের জন্য এখন বাকি মাত্র ৭২ গোল। ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে তিনি ছুটে চলেছেন অদম্য গতিতে। তার এই যাত্রা ফুটবল বিশ্বকে আবারও মনে করিয়ে দিয়েছে যে, বয়স শুধুই একটি সংখ্যা মাত্র। বিশ্বের সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার শেষ পর্যন্ত হাজার গোল স্পর্শ করতে পারবেন কিনা, তা সময়ই বলে দেবে।

ক্রিফোস্পোর্টস/১৫মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল