দলকে খাঁদের কিনারা থেকে তুলে আনার জন্যই মনে হয় জন্ম হয়েছিলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালেও হারতে থাকা দলকে জোড়া গোল করে এনে দিলেন বিজয়ী শিরোপা।
গতকাল শনিবার (১২ই আগস্ট) মধ্যরাতে কিং ফাহাদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আল হিলাল এবং আল নাসর।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হওয়ার পরে দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে আল হিলালের হয়ে গোল করেন ম্যালকম। ৭১ মিনিটে ফাউল করে রেড কার্ড দেখেন আল নাসের ডিফেন্ডার আব্দুল্লাহ আল আমরি। ঠিক তার ৩ মিনিট পরেই সুলতান আল গানামের ক্রসে পা লাগিয়ে আল নাসেরকে গোলের মাধ্যমে ম্যাচে ফেরায় পর্তুগীজ সুপারস্টার।
১০ জন নিয়ে খেলতে থাকা আল নাসর দ্বিতীয় ধাক্কা খায় ৭৮ মিনিটে। আবারও লাল কার্ড দেখে মাঠের বাহিরে চলে যায় আল নাসেরের আরেক ডিফেন্ডার নাওয়াফ বওশাল। আল নাসের হয়ে যায় ৯ জনার দল। ৯জনকে সাথে নিয়েই দারুণ খেলে আল নাসের। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ শেষ হয় ১-১ সমতায়।
অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনাল ম্যাচে নিজের জাত চেনাতে বেশি সময় নেননি এই পর্তুগিজ রাজকুমার। ৯৮ মিনিটে হেড থেকে দারুন এক গোলে দলকে এনে দেন আরব শ্রেষ্ঠত্বের মুকুট।
১০২ মিনিতে আবারও লাল কার্ড দেখেন আল নাসের ম্যানেজার লুইস কাস্তেরো। ১১৫ মিনিটে ব্যথা পাওয়ায় রোনালদোকে তুলে নেয় আল নাসের কোচ। তাতে অবশ্য বিজয়ী আল নাসেরের জয়োল্লাসে কোনো বাঁধা আসেনি।
আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন যারা
ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৩/এমএইচ