চলতি বছরের শুরু থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল সৌদির ফুটবল ছাড়তে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। মূলত আল নাসরের সঙ্গে এই পর্তুগিজ তারকা হওয়া বিগত চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের মাঝামাঝি সময়ে। এর আগে চলতি জানুয়ারি থেকেই ফ্রি এজেন্ট হিসেবে যেকোনো দলের সঙ্গে চুক্তি করার সুযোগ পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
তবে বিভিন্ন সময়ে এই পর্তুগিজ তারকা নিজেই জানিয়েছেন মধ্যপ্রাচ্যে বেশ ভালো আছেন তিনি। এমনকি তার পরিবারও সৌদি আরবে বসবাস করার বিষয়টি উপভোগ করছে। বিভিন্ন গুঞ্জন থাকলেও শোনা গিয়েছিল শেষ পর্যন্ত আল নাসরেই থেকে যেতে চান রোনালদো নিজে। শেষ পর্যন্ত তেমনটাই হতে যাচ্ছে এবার। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে বিশাল অংকের পারিশ্রমিকে আল নাসরে যোগ দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার যেন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেই। সবকিছু ঠিক থাকলে নিজের রেকর্ড ভেঙে তিনি হতে চলেছেন বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার; এমনকি সবথেকে বেশি বয়সে দামি ফুটবলারও হবেন তিনি।
আরও পড়ুন:
» অল্প খরচে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা, গুনতে হবে কত?
» ডার্বি জিতে প্রিমিয়ার লিগের দুইয়ে উঠে এলো আর্সেনাল
পূর্বের চুক্তি অনুযায়ী বাৎসরিক ১৬৪ মিলিয়ন পাউন্ড বেতন পেতেন ক্রিস্টিয়ানো রোনালদো। সাথে ছিল প্রায় ৪৯ মিলিয়ন পাউন্ড বোনাস। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী বেতনের অংক বেড়ে এবার দাঁড়াতে যাচ্ছে ১৬৭.৯ মিলিয়ন পাউন্ড। তবে বোনাসের পরিমাণ কিরকম হবে তা এখনও নিশ্চিত নয়। জানা গেছে খুব শীঘ্রই রোনালদোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পাদন করবে নাসর।
নতুন চুক্তি অনুযায়ী বছরে বাংলাদেশের মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকার বেশি পেতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সপ্তাহে পাবেন প্রায় ৩.২ মিলিয়ন পাউন্ড। দৈনিক হিসেবে যা দাঁড়ায় প্রায় ৪ লাখ ৬০ হাজার পাউন্ড। মিনিট প্রতি যেই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ৩১৯ পাউন্ড। বাংলাদেশি মুদ্রার হিসেবে প্রতি মিনিটে রোনালদো আয় করবেন ৪৭ হাজার ৬১৭ টাকা। যা অনেকের মাসিক আয়ের তুলনায়ও অনেক বেশি।
এদিকে আসলেই মধ্যপ্রাচ্যে বেশ ভালো সময় কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিনিয়ত গড়ছেন একের পর এক রেকর্ড। দলীয়ভাবে কিছুটা ব্যর্থ হলেও ব্যক্তিগত সাফল্যে তিনি আছেন সকলের ধরা ছোঁয়ার বাইরে। কিছুদিন আগেই গ্লোব সকল আওয়ার্ডে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই পর্তুগিজ তারকা। সবকিছু ঠিক থাকলে দ্রুতই আরও একবার আল নাসরের সঙ্গে নতুন চুক্তি সম্পাদন করবেন রোনালদো।
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৫/এফএএস