
এর আগে ২০২১ সালে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার জন্য গিনেস বুকে নাম লিখিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার গতকাল রাতে আরও একটি নতুন বিশ্ব রেকর্ডের স্বীকৃতি পেয়েছেন এই পর্তুগিজ তারকা। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ জয়ের কীর্তি গড়ে পুনরায় গিনেস বুকে নিজের নাম লেখালেন তিনি।
গতকাল রাতে ঘরের মাঠে লিগের দ্বিতীয় লেগে ডেনমার্কের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। প্রথম লেগে পরাজিত হলেও এদিন নানা নাটকীয়তায় ঠাসা ম্যাচে ডেনমার্ককে ৫-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। আন্তর্জাতিক ফুটবলে যা পর্তুগালের হয়ে রোনালদোর সর্বোচ্চ ১৩২ তম জয়।
আরও পড়ুন:
» নাটকীয় ম্যাচে ডেনিশদের হারিয়ে সেমিফাইনালে পর্তুগাল
» টানা ১৩ আসর প্রথম ম্যাচেই হারলো মুম্বাই, রাচিন-ঋতুর ফিফটিতে চেন্নাইয়ের জয়
এদিন দলকে জেতানোর পাশাপাশি নিজের লক্ষ্যের পথে আরেক ধাপ এগিয়ে গেছেন রোনালদো। ৭২ মিনিটে গোল করে দলের জয়ে অবদান রাখেন। যদিও ম্যাচের শুরুতেই তার নেয়া পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক। আজ সকল ধরনের ফুটবল মিলিয়ে রোনালদো গোল করেছেন ৯২৯তম। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তার বাকি আর ৭১ গোল।
এছাড়া আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৩৬ তম গোল করেছেন রোনালদো। নেশনস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ ব্যবধানে হারলেও গতকাল ঘরের মাঠে দারুণ কামব্যাক ঘটিয়েছে পর্তুগাল। এতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে রোনালদোর দলের। যেখানে তাদের অপেক্ষায় আছে কঠিন প্রতিপক্ষ জার্মানি।
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৫/এফএএস
