Connect with us
ফুটবল

হতাশার রাতে রোনালদোদের গোলে ভাসাল আল-হিলাল

aleksandar mitrovic and Ronaldo
আলেকসান্ডার মিত্রোভিচের গোল উৎসব, হতাশ ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- গুগল

সৌদি প্রো লিগে হতাশার একটি রাত কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের। রোনালদোদের গোলে ভাসিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আল হিলাল।

শুক্রবার রাতে সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে লিগে নিজেদের ১৫তম ম্যাচে মুখোমুখি হয় আল-নাসর ও আল-হিলাল। এদিন রোনালদোদের হতাশায় ডুবিয়ে ম্যাচটি ৩-০ গোলে জিতে নেয় আল-হিলাল।

আর এতেই অপ্রতিরোধ্য আল-হিলাল, এখন পর্যন্ত ১৫ ম্যাচে হারেনি কোনোটিতে। ১৩টিতে জয় ও দুটিতে ড্র করে ৪১ পয়েন্ট নিয়ে ধরে রেখেছে শীর্ষস্থান।

অপরদিকে টানা চার জয়ে উড়তে থাকা আল-নাসর এবার হারের স্বাদ পেল। এখন পর্যন্ত ১৫ ম্যাচের ১১টিতে জয় তুলে নিয়েছে, হেরেছে ৩টিতে। ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে আল-নাসর।

এদিকে আল-নাসরের ভরাডুবির রাতে শুরুটা ভালোই করেছিল তারা। গোল শূন্য প্রথমার্ধ্ব শেষ করে মাঠ ছাড়ে দুদল। তবে ম্যাচের ৬৪ মিনিটে আল-নাসরের দুর্গ ভেঙে ঢুকে পড়েন আল-হিলালের স্ট্রাইকার সার্জেজ মিলিনকোভিচ। সার্বিয়ান এই ফুটবলারের গোলে ম্যাচে লিড নেয় আল-হিলাল।

এরপর ম্যাচে ফিরতে মরিয়া আল-নাসর কাউন্টার অ্যাটাক করেও ভাঙতে পারেনি আল-হিলালের রক্ষণ। উল্টো ম্যাচের নির্ধারিত সময়ের ১ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন আরেক সার্বিয়ান ফুটবলার আলেকসান্ডার মিত্রোভিচ। ম্যাচের ৮৯ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আল হিলালের এই স্ট্রাইকার। আর এতেই ম্যাচে ফেরার স্বপ্ন হাওয়ায় মিলিয়ে যায় আল-নাসরের।

অতিরিক্ত ২ মিনিটে মিত্রোভিচের পা থেকে আরেকটি গোল এলে স্কোরশিট তখন ৩-০। মিত্রোভিচের জোড়া গোলে নাস্তানাবুধ আল-নাসর ছিল শেষ বাঁশির অপেক্ষায়। তবে তার আগে ৯৩ মিনিটে অঘটনের শিকার হয়, আল-হিলাল। দলটির ডিফেন্ডার আলী আলবুলায়হি লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন।

তবে ম্যাচটি অতিরিক্ত ১১ মিনিটে গড়ালেও ১০ ফুটবলারের পরিণত আল-হিলালের দুর্বলতার সুযোগ নিতে পারেনি রোনালদোরা। ম্যাচ রেফারি যখন শেষ বাঁশি বাজান তখন স্কোরশিটে আল-হিলাল ৩, আল-নাসর ০।

এদিন ৪-২-৩-১ ফরম্যাশন নিয়ে খেলতে নামা আল হিলাল শট নেয় ১৭টি। এর মধ্যে ৬টিই ছিল অন-টার্গেট। এর মধ্যে ৩টি থেকে আসে সফলতা।

অপরদিকে একই ফরম্যাশন নিয়ে মাঠে নামা আল-নাসর ম্যাচে ৬৪ ভাগ সময় বল দখলে রাখলেও শট নিতে পেরেছে ১৩টি। এর মধ্যে ৩টি ছিল অন-টার্গেট। এর একটি থেকেও সফলতা ধরা দেয়নি। ম্যাচে ৪টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ড গেছে আল হিলারের কাঁধে, সেই হিসেবে ফেয়ার প্লেতে এগিয়ে আছে রোনালদোরা; ২টি হলুদ কার্ড পেয়েছে আল-নাসর শিবির।

গ্রুপ পর্বে আগামী ৪ ডিসেম্বর রাত ১০টায় মাঠে নামবে আল হিলাল। এছাড়া আল-নাসরের পরবর্তী ম্যাচে আগামী ৫ ডিসেম্বর একই সময়।

আরও পড়ুন: তহুরার জোড়া গোলে সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে হারালো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল