ইউরোপ ফুটবলের পাঠ চুকিয়ে বেশ আগেই সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে ২০২৩ সালের শুরুতে দুই বছর মেয়াদে আল নাসরের সঙ্গে যুক্ত হন এই পর্তুগিজ ফুটবলার। যেখানে চলতি বছর শেষ হতে যাচ্ছে ক্লাবটির সাথে তার চুক্তির মেয়াদ। আর এর মাঝেই নতুন করে গুঞ্জন শুরু হয় রোনালদোর দল বদলের।
শোনা যায় আরও একবার ইউরোপের ফুটবলে ফিরতে পারে না এই তারকা ফুটবলার। এমনকি তার পারিবারিক সূত্র দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয় সর্বোচ্চ কোন লিগে শিরোপার জন্যে খেলবেন তিনি। এদিকে এরই মধ্যে চলতে জানুয়ারি থেকে ফ্রি এজেন্ট হিসেবে যেকোনো দলে যোগ দেওয়ার সুযোগ থাকছে রোনালদোর জন্য।
এবার ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই জানিয়েছেন তার পরবর্তী গন্তব্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। এদিকে রোনালদো ছাড়াও তার গোটা পরিবার চলে এসেছিলেন সৌদি আরবে। এবার এই তারকা ফুটবলার জানালেন এই দেশের প্রেমে পড়ে গেছেন তিনি এবং তার পরিবার। তাই এখানেই থেকে যেতে চান এই ফুটবলার।
সৌদি আরবে থেকে যেতে চাই বলে আল নাসরের সঙ্গে আরও একবার চুক্তি নবায়ন করতে আগ্রহী রোনালদো। তিনি জানান, ‘আমি এখানে খুব খুশি। আমার পরিবারও খুশি। এই সুন্দর দেশে আমরা নতুন করে জীবন শুরু করেছি। তাই এখানেই থাকতে চাই। আমি আল নাসেরের হয়েই খেলতে চাই। আশা করছি ক্লাব আমার চুক্তি বাড়াবে।’
আরও পড়ুন:
» মেসির ২০১২: ফুটবল ইতিহাসের অমর মুহূর্ত
» ইন্টার মিয়ামিতে নেইমার-মেসি-সুয়ারেজ পুনর্মিলন সম্ভব?
সৌদির ফুটবলে ভালো খেলেও কাঙ্খিত সফলতা খুব পাওয়া হয়নি রোনালদোর। তবুও এই প্রতিযোগিতামূলক ফুটবলে লড়াই চালিয়ে যেতে চান তিনি, ‘আল হিলাল, আল ইত্তিহাদের মতো দলের বিরুদ্ধে খেলা কঠিন। কিন্তু আমরা লড়াই করছি। হাল ছাড়ব না। কয়েকটা ফাইনালে হারতে হয়েছে। আগামীতে জিতব। আমি পেশাদার ফুটবলার। তাই ক্লাবকে সম্মান করি। ক্লাবের হয়ে নিজের সেরাটা দিই। ভবিষ্যতেও দেব। আল নাসেরকে আরও ট্রফি জেতাব।’
তবে ভিন্ন মতামত রয়েছে তার পুরানো সতীর্থ ওয়েস ব্রাউনের। তার মতে আমেরিকার ক্লাবে খেলা উচিত রোনালদোর। তাহলে আবার লিওনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ দেখবে ফুটবলবিশ্ব। ব্রাউন বলেন, ‘ক্রিস্টিয়ানোর উচিত আমেরিকায় যাওয়া। সেখানে মেসি খেলে। আর ক্রিস্টিয়ানোও এই বয়সেও ভাল খেলছে। ও আমেরিকায় গেলে মেসির সঙ্গে ওর লড়াই আবার দেখা যাবে। আশা করছি এই বিষয়টা ও ভাববে।’
এদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর আগমনে বদলে গেছে সৌদি ফুটবলের দৃশ্যপট। গোটা বিশ্ব এখন নজর দিছে এই অঞ্চলের ফুটবলের দিকে। এখন পর্যন্ত আল নাসরের হয়ে ৮৩ ম্যাচ খেলে তিনি করেছেন ৭৪ গোল। ১৮ অ্যাসিস্ট রয়েছে তার নামেল পাশে। সৌদি প্রো-লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ ফুটবলার।
ক্রিফোস্পোর্টস/৮জানুয়ারি২৫/এফএএস