Connect with us
ফুটবল

২০২৩ সালে সর্বোচ্চ গোলের রেকর্ড বাড়িয়ে নিলেন রোনালদো

Crifo al nasr ronaldo
বছরে সর্বোচ্চ গোলের রেকর্ড বাড়িয়ে নিলেন রোনালদো

আগের ম্যাচে জোড়া গোল করে বছরের সর্বোচ্চ গোলদাতার খেতাব নিশ্চিত করে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার আল তাওউনের বিপক্ষে বছরের শেষ ম্যাচে করলেন আরো একটি গোল। এতে করে ২০২৩ সালে তার গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪। গেল ছয় বছরের মধ্যে এটিই রোনালদোর এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোলের রেকর্ড।

নিজের ফুটবল ক্যারিয়ারে পঞ্চম বারের মতো এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ গোল করার কীর্তি গড়লেন এই পর্তুগিজ তারকা। তবে এটি তার এক বছরের সর্বোচ্চ সংখ্যক গোল নয়। এর আগে ২০১৩ সালে সর্বোচ্চ ৬৯ টি গোল করার কীর্তি রয়েছে তার। এই নিয়ে অষ্টম বারের মত এক বছরে পঞ্চাশোর্ধ গোলের দেখা পেয়েছেন তিনি।

গেল রাতে সৌদি প্রো-লিগে বছরে নিজেদের শেষ ম্যাচে আল তাওউনের মুখোমুখি হয় রোনালদোর আল নাসর। সেই ম্যাচে আল তাওউনকে ৪-১ গোলে পরাজিত করে নাসর। জয়ের রাতে ম্যাচের অতিরিক্ত মিনিটে গোল করে স্কোরশীটে নাম তুলেন তিনি। বক্সের মধ্যে সতীর্থের পাস থেকে হেড করে নিজের গোল সংখ্যা বাড়িয়ে নেন রোনালদো।

২০২৩ পঞ্জিকা বর্ষে জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে ৫৯ ম্যাচ খেলে সর্বোচ্চ ৫৪ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যার মধ্যে জাতীয় দলের হয়ে করেছেন দশটি গোল। বাকি গোল করেছেন সৌদি ক্লাব আল নাসরের হয়ে। রোনালদোর পর সমান ৫২ টি গোল করে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও ইংলিশ অধিনায়ক হ্যারি কেন।

এতে করে রোনালদোর সর্বমোট গোল সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৭৩ টি। যা এখন পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড। এছাড়াও জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ২০৫ টি ম্যাচ খেলার কীর্তি রয়েছে তার; যেখান থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ ১২৮টি আন্তর্জাতিক গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

আরও পড়ুন: আনচেলত্তির ‘না’, ব্রাজিলের কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে কারা?

ক্রিফোস্পোর্টস/৩১ডিসেম্বর২৩/এসএফ/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল