Connect with us
ফুটবল

রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে দুঃসংবাদ পাচ্ছেন রোনালদো!

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

গেল সোমবার দিবাগত রাতে সৌদি সুপার কাপের সেমিফাইনাল আল হিলালের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে আল নাসর। এদিন আরও একটি দুঃসংবাদ পেয়েছে এই সৌদি ক্লাবটি। ম্যাচের শেষ দিকে লাল কার্ড হজম করেছে দলটির সবথেকে বড় তারকা ফুটবলার। শুধু তাই নয় রেফারির সেই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করার দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে পর্তুগিজ তারকাকে।

সৌদি সুপার কাপের সেমিফাইনালে ২-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচে নির্ধারিত সময় শেষে ৪ মিনিট আগে লাল কার্ড দেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মূলত সাইড লাইনের বাইরে আউট হওয়া বল নিয়ে কাড়াকাড়ির সময় প্রতিপক্ষ ফুটবলারকে কনুই দিয়ে ধাক্কা মারেন তিনি। যে বিষয়টি চোখ এড়িয়ে ম্যাচ রেফারির। সরাসরি লাল কার্ড দেখান রোনালদোকে।

Cristiano Ronaldo foul and take red card in nassr vs hilal match

প্রতিপক্ষ ফুটবলারকে রোনালদোর ফাউল করার মুহূর্ত।

তবে এমন সিদ্ধান্ত রোনালদো যেন মেনে নিতে পারেনি। ২০১৮ সালের পর এটা ছিল রোনালদোর প্রথম কোন লাল কার্ড। বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ ক্ষোভ প্রকাশ করেন এই পর্তুগিজ তারকা। লাল কার্ড দেখানোর পর ম্যাচ রেফারিকে পেছন থেকে হাত মুষ্টি করে ঘুষি মারার ভঙ্গিতে কিছু একটা করার চেষ্টা করেন রোনালদো।

সৌদি আরবের সংবাদমাধ্যম আল রিয়াদিয়াকে এক সূত্র জানিয়েছে, ম্যাচ রেফারি মোহাম্মেদ আল-হুওয়াশি ম্যাচ প্রতিবেদনে ‘অসম্মানজনক আচরণ’ করার অভিযোগ এনেছেন রোনালদোর ওপর। প্রতিবেদনে উল্লেখ করা হয় ফাউল করার ঘটনার সময় প্রতিপক্ষ ফুটবলারের ওপর ‘মাত্রাতিরিক্ত শক্তি’ প্রয়োগ করেন তিনি।

একইসঙ্গে রেফারির সিদ্ধান্ত না মেনে তর্কে জড়ান রোনালদো। আর এমন ঘটনার জেরে পরবর্তী দুই ম্যাচের জন্যে রোনালদোকে নিষিদ্ধ করেছেন সৌদি ফুটবল ফেডারেশন শৃঙ্খলা কমিটি। সেইসঙ্গে করা হয়েছে ২০ হাজার রিয়ালের আর্থিক জরিমানাও। এতে করে সৌদি প্রহলীকে আল ফেইহা ও আল খালিজের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না রোনালদো।

এদিকে রোনালদোর এমন কর্মকাণ্ড ব্যাখ্যা করার চেষ্টা করেছেন আল হিলালের প্রধান কোচ জর্জ জেসুস, ‘রোনালদো সচরাচর হারতে অভ্যস্ত নন তাই যখন পরাজয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন তখন হয়তো তিনি মানসিক ভাবে সম্পূর্ণ মনোযোগ রাখতে পারেননি এবং এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন।’

আরও পড়ুন: বিরাটের স্ট্রাইকরেট নিয়ে যা বললেন ব্রায়ান লারা

ক্রিফোস্পোর্টস/১০এপ্রিল২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল