Connect with us
ফুটবল

পেনাল্টিতে সবার উপরে রোনালদো, কোথায় আছেন মেসি-নেইমার?

Cristiano Ronaldo, Lionel Messi and Neymar Junior
রোনালদো, মেসি এবং নেইমার। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন যাবত ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বিভিন্ন পরিসংখ্যানে সবসময়ই একে অপরকে ছাড়িয়ে যেতে রীতিমতো প্রতিযোগিতা চলছে সময়ের দুই সেরা ফুটবলারের মাঝে। বয়স হলেও থেমে নেই এই দুই তারকাকে নিয়ে ভক্ত সমর্থকদের মাঝে আলোচনা।

এবার উঠে এসেছে পেনাল্টি ইস্যু। সম্প্রতি ফুটবলারদের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’ প্রকাশ করেছে এই শতকের সর্বোচ্চ পেনাল্টি থেকে গোল করা ফুটবলারের তালিকা। যেখানে সবার উপরেই উঠে আসে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। যতবার স্পট কিক নিয়েছেন এই পর্তুগিজ তারকা, তার মধ্যে ৮৫ শতাংশ সময়েই সফল হয়েছেন তিনি।

চলতি শতকে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮২ পেনাল্টি থেকে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এদিকে তার ক্যারিয়ারের গোল সংখ্যা ১ হাজার ২৬৩ ম্যাচে ৯২৪ টি। রোনালদোর পর দ্বিতীয় অবস্থানে আছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ক। যিনি পেনাল্টি থেকে করেছেন ১২৩ গোল। স্পট কিকে তার সফলতার হার ৮৩ শতাংশ।

আরও পড়ুন:

» আশরাফুলের নেতৃত্বে এশিয়ান পর্যায়ে খেলবেন তামিম

» বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন, যেমন হলো নতুন পরিচিতি

আর তারপরই তৃতীয় অবস্থানে আছেন আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। যার ক্যারিয়ার গোল সংখ্যা সবমিলিয়ে ৮৫০ টি। যেখান থেকে তিনি স্পট কিকে করেছেন ১২২ গোল। আর পেনাল্টিতে সফলতার দিক দিয়েও কিছুটা পিছিয়ে আছেন মেসি। কারণ তার সফলতম পেনাল্টির হার ৭৯ শতাংশ।  

চতুর্থ স্থানে থাকা পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি আবার সফলতার হারে রোনালদোর চেয়েও এগিয়ে। যেখানে তিনি ৯০ শতাংশ সঠিক নিশানায় জালে বল জড়িয়ে ৯৭টি পেনাল্টি গোল করেছেন তিনি। আর পঞ্চম স্থানে থাকা হ্যারি কেইন ৮৯ শতাংশ সফলতা নিয়ে করেছেন ৯৩ গোল। ৮৪ শতাংশ সফলতার সাথে সমান ৯৩ গোল করে ষষ্ঠ স্থানে আছেন নেইমার।

ক্রিফোস্পোর্টস/১৫ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল