Connect with us
ফুটবল

সৌদি প্রো লিগে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

Crifo RONALDO 23
সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন ইতিহাস গড়লেন রোনালদো

বয়স বাড়লেও কমছে না তেজ। গোলের পর গোল দিয়ে সাজাচ্ছেন ক্যারিয়ার। পরিসংখ্যানে যোগ হচ্ছে নতুন নতুন মাইলফলক। সেই মাইলফলকের মুকুটে নতুন পালক যুক্ত করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী রোনালদো যেন সৌদি রাজত্ব করতেই এসেছেন। দু বছরের মধ্যে আল নাসরকে আরব ক্লাব চ্যাম্পিয়ন কাপ জিতিয়েছেন। ব্যক্তিগত সাফল্যও বাড়ছে দিনকে দিন। গতকাল সোমবার রাতে আল ইত্তিহাদের বিপক্ষে মৌসুমে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামে আল নাসের। এ ম্যাচেই গড়েন রেকর্ড। রোনালদোর মোট গোল এ মৌসুমে ৩৫টি।

সৌদি ফুটবল লীগের ইতিহাসে এর আগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ছিল মরক্কোর তারকা আব্দের রাজ্জাক হামদাল্লার। ২০১৮-১৯ মৌসুমে আল নাসরের জার্সিতে ৩৪টি গোলের রেকর্ড গড়েছিলেন বর্তমানে আল ইত্তিহাদের এই স্ট্রাইকার।

সোমবার রাদে প্রথম দুইটি গোলই করেন সিআরসেভেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথমবারের মতো বল জালের দেখা পায়। নেপথ্যে নায়ক রোনালদো। প্রথম গোলের পরেই যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটের মাথায় করেন আরো একটি গোল। আর এতেই ৩৫ গোল করে অনন্য রেকর্ড গড়ে তোলেন তিনি। আর আল নাসর ম্যাচ জেতে ৪-২ গোলে।

আরও পড়ুন: বিশ্বকে চমকে দিয়ে প্রথম রাউন্ডেই লাল দুর্গের রাজার বিদায়

ক্রিফোস্পোর্টস/২৮মে২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল