আগামী ফেব্রয়ারী মাসে রিয়াদ সিজন কাপের ম্যাচে মুখোমুখি হবে রোনালদোর ক্লাব আল নাসর এবং মেসির ইন্টার মিয়ামি। এমন একটি সংবাদ গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে বেশ জোরেশোরেই প্রচার হতে থাকে। এ নিয়ে দু’জনের ভক্ত-সমর্থকদেরও বেশ উদ্বেলিত হতে দেখা যায়। কিন্তু একদিন না পেরোতেই জানা গেল, ইন্টার মিয়ামির সাথে রিয়াদ সিজন কাপে খেলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো প্রকার চুক্তিই হয়নি।
সৌদি আরবের আয়োজকরাও এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, শেষবারের মত মেসি-রোনালদো দ্বৈরথের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। তারা অবশ্য সম্ভাব্য ম্যাচের তারিখ সম্পর্কে কিছুই জানাননি। শুধু ২০২৪ সালের ফেব্রুয়ারীতে ম্যাচটি হবে বলে জানা গিয়েছিল।
বিষয়টি ছড়িয়ে পড়ায় পরে মেসির ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে জানায়, ‘রিয়াদ সিজন কাপে ইন্টার মিয়ামির অংশগ্রহণের বিষয়ে যে ঘোষণা জানা গিয়েছে তা মোটেই সঠিক নয়।’
সেখানে আরও বলা হয়, ‘ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাসের এই সম্পর্কিত কথোপকথনের বিষয়েও সেই ঘোষণায় জানানো হয়েছে। কিন্তু এটিও ভুল, মাস প্রাক মৌসুমের ম্যাচ নিয়ে জনসম্মুখে এবং গোপনে এখনো কথাই বলেননি।’
আরও পড়ুন: র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন হেড, উন্নতি করেছেন কোহলি-রোহিত-মিরাজও
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৩/এমএস/এমটি