২০২৪ এর ব্যালন ডি’অর নিয়ে চলেছে ব্যাপক বিতর্ক। এবার সেই বিতর্কিত ব্যালন ডি’অর নিয়ে মুখে খুললেন সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদো নাজারিও। অনেকের প্রত্যাশা ছিল ২০২৪ এ ব্যালন ডি’অর উঠবে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে। তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু রোনালদো মনে করেন এবারের ব্যালন ডি’অরটি ভিনিসিয়ুসেরই প্রাপ্য ছিল।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২৪টি গোল এবং ১১টি গোলে অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস। এছাড়াও চ্যাম্পিয়ন লিগ, স্প্যানিশ সুপার লিগ, উয়েফা সুপার কাপ এবং লা লিগা সবমিলিয়ে ৪টি শিরোপা জিতেছেন। আর এই শিরোপা জেতাতে তাঁর অবদানও ছিল অন্যতম। এসব দিক থেকেই অন্যদের থেকে এগিয়ে ছিলেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
ভিনিসিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাঁকেই এবারের ব্যালন ডি’অর জয়ী হিসেবে ভেবে নিয়েছিলেন অধিকাংশ ফুটবল ভক্তরা। এমনকি ২৮ অক্টোবর বিজয়ীর নাম ঘোষণার আগের দিনও এটা নিয়ে চলেছে ফুটবল পাড়ায় তুমুল আলোচনা। তবে শেষ পর্যন্ত ব্যালন ডি’অর ওঠে ম্যানচেস্টার সিটির ইউরো জেতা ফুটবলার রদ্রির হাতে।
আরও পড়ুন:
» সিরাজের ‘১৮১.৬ কিলোমিটার’ গতির বল, আসলে কি ঘটেছিল?
» গোল পেলেন রোনালদো, তবে জয় ছিনিয়ে নিল বেনজেমার দল
এদিকে ভিনিসিয়ুস জুনিয়রের হাতে যে এবারের ব্যালন ডি’অর উঠবে না সেটা বিজয়ীর নাম ঘোষণার ২০ ঘণ্টা আগেই জেনে যায় ভিনির ক্লাব রিয়াল মাদ্রিদ। এমন খবরটি শুনে বড় ধরনের একটা ধাক্কা খায় ক্লাবটি। এর আগে সাংবাদিকদের মাধ্যমে জানা যায় ভিনির পুরস্কার জেতা উপভোগ করতে বিশাল বহর নিয়ে ফ্রান্সের লা শাতেলেতে রওনা দিয়েছিল ক্লাবটি।
কিন্তু মাঝপথে এমন দুঃসংবাদে নিজেদের সিদ্ধান্ত বদলে ফেলে ক্লাব কর্তৃপক্ষ। ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে যোগ দেয়নি রিয়াল মাদ্রিদের একজন সদস্যও।
এরপর অনেকেই সমবেদনা জানিয়েছেন ভিনিসিয়ুসকে। এবার এ বিষয়ে মুখ খুললেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও। ২বার ব্যালন ডি’অর জেতা এই ফুটবলার বলেন, ‘আমি রদ্রিকে ছোট করে কথা বলছি না। আমার তেমন কোনো ইচ্ছেও নাই। তবে এবারের ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য দাবিদার ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। সেরা একজন খেলোয়াড়কে তাঁর সেরার মুকুট পরিয়ে দেওয়ার সুযোগ হারিয়েছি আমরা।’
এসময় রোনালদো আরও বলেন, গত মৌসুমে তাঁর (ভিনিসিয়ুসের) পারফরম্যান্স ছিল অসাধারণ। এবারের ব্যালন ডি’অরটা সে পেতে পারতো।’
প্রসঙ্গত, পারফরম্যান্সের দিক থেকে তালিকায় থাকা বাকিদের চেয়ে এগিয়ে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। গত মৌসুমে রিয়ালকে খাদের কিনারা থেকে তুলতে অবদান রাখেন তিনি, সর্বোচ্চ গোলদাতারও পুরস্কার জিতেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গোল করেন এই ফুটবলার।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/এসআর/বিটি