Connect with us
ফুটবল

পর্তুগালে ‘বিশেষ সম্মাননা পুরস্কার’ পেলেন রোনালদো

Cristiano Ronaldo awarded Platinum Quinas trophy
‘দ্য প্লাটিনাম কুইনাস’ পুরস্কার পেয়েছেন রোনালদো। ছবি- সংগৃহীত

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো তার ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতেছেন।  পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারের নামের পাশে যুক্ত হলো আরেকটি পুরস্কার। পর্তুগালে ‘বিশেষ সম্মাননা পুরস্কার’ পেয়েছেন এই আল নাসর তারকা।  

বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। এছাড়া সর্বোচ্চ আন্তর্জাতিক গোলেরও মালিক তিনি। পর্তুগালের জার্সিতে ১৩৩টি গোল করেছেন সিআরসেভেন। এছাড়া ২০১৬ সালের ইউরো এবং ২০১৯ সালের উয়েফা নেশনস লিগের শিরোপাও জিতেছেন তিনি।

পর্তুগালের হয়ে তার রোনালদোর এই অসামান্য অবদানের জন্য তাকে বিশেষ মর্যাদাপূর্ণ পুরস্কার ‘দ্য প্লাটিনাম কুইনাস’ প্রদান করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন:

» বোনের গাড়িতে অল্প বয়সেই জীবন গেল ইকুয়েডরের ফুটবলারের

» মেসি বা আর্জেন্টিনার জার্সিতে ঢোকা যাবে না স্টেডিয়ামে! 

এই পুরস্কার জয়ের পর রোনালদো বলেন, ‘আমি জানি না আর কত বছর খেলা চালিয়ে যেতে পারবো৷ যদি ১ হাজার গোল করতে পারলে দারুণ হবে। না পারলেও আমি ইতোমধ্যেই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’

তিনি আরও বলেন, ‘যখন আমি এই পুরস্কারগুলো পাই, আমি এগুলো শেষ হিসেবে নয়, শুরু হিসেবে দেখি।’

রোনালদোর বর্তমান বয়স ৩৯ বছর। তবে এখনো তরুণ ফুটবলারদের মতো ফিট এই তারকা। দেশ ও ক্লাবের হয়ে এখনও দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। আল নাসরের হয়ে গত আসরে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারও নিজের সেরা সময় পার করছেন।

ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল