সৌদি প্রো-লিগে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠে ফিরে যেন অনেকটা নিষ্প্রভু হয়ে ছিলেন এই পর্তুগিজ তারকা। এদিন মাঠের খেলায় আল রাইদের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে লুইস কাস্ত্রোর শিষ্যরা। আগের ম্যাচেও আল হাজমের বিপক্ষে ড্র করেছিল নাসর। সেই ম্যাচে অবশ্য নিষেধাজ্ঞায় ছিলেন রোনালদো।
এর আগে সৌদি প্রো-লিগে আল শাবাব ম্যাচে প্রতিপক্ষ সমর্থকদের কাছ থেকে মেসির নামে স্লোগান শুনে বিরক্ত হয়ে দর্শকদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করেন রোনালদো। বিষয়টি নজরে এলে দেশটির ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি ১ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানা করে তাকে।
এদিন ম্যাচের ১৮তম মিনিটেই আল রাইদকে এগিয়ে দেন কারিম আল বারকাওয়ি। গোল হজমের ছয় মিনিট বাদেই গোল শোধ দেন আল নাসরের মিডফিল্ডার আয়মান ইয়াহইয়া। প্রথম আর্ধে ১-১ গোলে সমতায় থেকেই বিরোধিতা যায় উভয় দল। বিরতি থেকে ফিরে প্রথম মিনিটেই ফের আল রাইদকে এগিয়ে দেন মোহাম্মেদ ফাউযাইর।
পিছিয়ে পড়ে গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে আল নাসর। তবে মুহুর্মুহু আক্রমণ করেও সফলতা পায়নি তারা। অসংখ্য আক্রমণ প্রতিহত হয় প্রতিপক্ষের রক্ষণে। রোনালদো নিজেও করেছিলেন একাধিক প্রচেষ্টা। তবে প্রতিবারই গোলরক্ষক এবং ভাগ্যের কাছে পরাজিত হতে হয়েছে তাকে। উল্টো পাল্টা আক্রমণে উঠে ম্যাচের ৮৭ মিনিটে আরো একটি গোল করে বসে রাইদ। দলের হয়ে শেষ গোলটি করেন আমির সাইয়ুদ।
শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এতে করে সৌদি প্রো-লিগে এক ম্যাচ বেশি খেলেই শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে হয়ে দাঁড়ালো ৯ পয়েন্টের ব্যবধান। এই ম্যাচে অনেকটা নিষ্প্রভ থাকলেও আসরে এখনও সর্বোচ্চ গোল সংগ্রাহক তালিকায় সবার উপরে আছেন রোনালদো। তবে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আগেই অনেকটা ছিটকে গেলেও এবার আরও পিছিয়ে পড়লো তারা।
আরও পড়ুন: মেসি-সুয়ারেজের গোলে ম্যাচ বাঁচাল ইন্টার মায়ামি
ক্রিফোস্পোর্টস/৮মার্চ২৪/এফএএস