Connect with us
ফুটবল

আল আইনের জালে গোল উৎসব করে বড় জয় রোনালদোদের

আল নাসর ফুটবল দল। ছবি: সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল আইনকে ৫-১ গোলের বিশাল বড় ব্যবধানে হারিয়েছে আল নাসর। এই জয়ে এ টুর্নামেন্টে এলিটের পশ্চিমাঞ্চলে পয়েন্ট তালিকার শীর্ষে তিনে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।

গত মৌসুমে আল আইনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল আল নাসর। এ জয়ের মাধ্যমে প্রতিশোধ নেয়া হয়ে গেলো সৌদির এই ক্লাবটির।

এ দিন খেলা শুরু ৫ মিনিটের মাথায় অ্যান্ডারসন তালিসকার গোলে এগিয়ে যাই নাসর। ৩১ মিনিটে সাদিও মানে দূরপাল্লার শট নিলে আল আইনের গোলরক্ষক ঠেকিয়ে দিতে সক্ষম হন। তবে বল পেয়ে যান রোনালদো। বল জালে জোড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন সিআরসেভেন। এরপর ৩৭ মিনিটের মাথায় আল আইনের ঘটে যাই এক অঘটন। আত্মঘাতী গোল করেন আইনের এক ডিফেন্ডার। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাই নাসর।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে আরেকটি আত্মঘাতী গোল হয়। এবার অবশ্য সেটি করেন আল নাসর। ফলে ব্যবধান কমে যাই আইনের। ৮১ মিনিটে ৪-১ গোলে এগিয়ে যাওয়া আল নাসর যোগ করা সময়ে তালিসকার আরেকটি গোলে শেষ পেরেকটি ঠোকে আল আইনের কফিনে।

৪ ম্যাচের ৩ জয়ে ১০ পয়েন্ট নিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের পশ্চিমাঞ্চলে পয়েন্ট তালিকার শীর্ষে তিনে উঠে গেল আল নাসর। রোনালদোদের ওপরে থাকা দুটি ক্লাব সৌদি আরবের আল হিলাল ও আল আহলি। দু্টি ক্লাবেরই পয়েন্ট ১২, তবে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে আল হিলাল।

অন্য দিকে পূর্বাঞ্চলে শীর্ষে রয়েছে জাপানের ভিসেল কোবে। গতকাল (মঙ্গলবার) দক্ষিণ কোরিয়ার গোয়াংজু এফসিকে ২-০ গোলে হারিয়ে উঠেছে শীর্ষে এ ক্লাবটি।

আরও পড়ুনঃ ২৮ সদস্যের দল ঘোষণা আর্জেন্টিনার, বাদ পড়েছেন দিবালা

ক্রিফোস্পোর্টস/৬ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল