সৌদি প্রো লিগে গতকাল মুখোমুখি হয়েছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক দুই সতীর্থ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং করিম বেনজেমা। দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন রিয়ালের হয়ে। তারা একসাথে জিতেছেন অসংখ্য শিরোপা। তবে দুজনেই ছেড়েছেন সান্তিয়াগো বার্নাব্যু।
পরবর্তীতে রোনালদোকে অনুসরণ করে সৌদি ফুটবলে পাড়ি জমিয়েছেন বেনজেমা। যদিও খেলছেন ভিন্ন দলের হয়ে। এবার মুখোমুখি হলেন একে অপরের। টুর্নামেন্টের জমজমাট এই ম্যাচে গোলের দেখা পেয়েছেন দুজনই। তবে শেষ মুহূর্তে যোগ করা সময়ের গোলে নাসরকে হারিয়ে দেয় আল ইত্তিহাদ।
গতকাল শুক্রবার রাতে কিং আবদুল্লাহ স্টেডিয়ামে মাঠে নেমেছিল দুদল। যেখানে নিজেদের ঘরে আল নাসরকে ২-১ ব্যবধানে হারিয়েছে আল ইত্তিহাদ। সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। ম্যাচের যোগ করার সময়ে গোল করে ইত্তিহাদের জয় নিশ্চিত করেন স্টিভেন বেরগুয়াইন।
এদিন ম্যাচের প্রথমার্ধে কোন দলই পায়নি গোলের দেখা। বিরতির পর দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে গোল করে ম্যাচের ডেডলক ভাঙেন ইত্তিহাদ তারকা বেনজেমা। মুন্নাহ আল সানকিতির পাস থেকে বক্সের মধ্যে বল পেয়ে যান তিনি। কোন ভুল না করে নিখুঁত ফিনিশিংয়ে নাসরের জালে বল জড়ান বেনজেমা।
তবে এরপর ম্যাচে ফিরতে বেশি দেরি করেনি আল নাসর। দুই মিনিট বাদেই দারুন এক গোল থেকে দলকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। বাই লাইনের কাছ থেকে বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো বল ছুটে এসে নাগালে পান তিনি। প্রথম সুযোগে দারুন শটে গোল করেন এই পর্তুগিজ তারকা।
আরও পড়ুন:
» বিশ্বমঞ্চে জ্বলে উঠলেন সৌম্য সরকার, পেলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার
» ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
দুই তারকার গোলে ম্যাচ যখন এগোচ্ছিল ড্রয়ের পথে, তখনই শেষ মুহূর্তের আঘাতে নাসরকে কুপোকাত করে ইত্তিহাদ। যোগ করা সময়ের প্রথম মিনিটে বেরগুয়াইনের গোলে আবারও লিড পায় ইত্তিহাদ। তবে এবার আর পিছিয়ে পড়ার পর ফিরে আসার সময় পায়নি আল নাসর।
এমন পরাজয়ে সৌদি প্রো লিগে নিজেদের অবস্থান আরো শোচনীয় করে তুলেছে রোনালদোর দল। ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে এসে দাঁড়ায় তারা। এদিকে ১৩ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইত্তিহাদ। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে। ২৮ পয়েন্টে তিনে আছে আল কাদিসিয়ার।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৪/এফএএস