আগামীকাল বুধবার ৩৯ পেরিয়ে ৪০ বছরে পা রাখবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জন্মদিন উদযাপনের আগে সোমবার রাতে নিজের ক্যারিয়ারের হাজারতম গোলের আরও কাছাকাছি চলে গেলেন সাবেক রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করেন পর্তুগিজ এ ফুটবল সুপারস্টার। সৌদি ক্লাব আল নাসরও সংযুক্ত আরব আমিরাতের আল ওয়াসলকে উড়িয়ে দেয় ৪-০ গোলে।
ঘরের মাঠ রিয়াদের আল আউয়াল পার্কে আল ওয়াসলের বিপক্ষে আধিপত্য নিয়েই খেলা শুরু করে আল নাসর। ২৫ মিনিটে সৌদি মিডফিল্ডার আল হাসানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৪ মিনিটে রোনালদো পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান।
আরও পড়ুন:
» সান্তোসে প্র্যাকটিস করা নেইমার শৈশবের ক্লাবে খেলবেন কবে?
» বরিশালকে ফাইনালে তুলে তামিম বললেন ‘মনুরা কেমন আছো?’
এরপর ৭৮ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন পর্তুগিজ ফুটবল মহাতারকা। সাদিও মানের ক্রসে দুর্দান্ত হেডে বল জালে পাঠান। চলতি মৌসুমে আল নাসরের হয়ে ২৫ ম্যাচে তার গোল হলো ২৩টি। আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে দেখা পেলেন ষষ্ঠ গোলের।
এই ম্যাচের জোড়া গোলে ক্যারিয়ারের গোলসংখ্যাকে ৯২৩–এ নিয়ে গেলেন সিআর সেভেন। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আর ৭৭ গোল দূরে দাঁড়িয়ে রোনালদো। আমিরাতের ক্লাবটির জালে ৮৮ মিনিটে চতুর্থ গোল পাঠান সৌদি ডিফেন্ডার আল ফাতিল।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ওয়েস্ট জোনে ৭ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান শক্ত করেছে আল নাসর। ৬ খেলায় সমান পযেন্ট নিয়ে সৌদি প্রো লিগের আল হিলাল দুইয়ে, আল আহলি ৭ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।
ক্রিফোস্পোর্টস/৪ফেব্রুয়ারি২৫/এজে