ইউটিউবে যোগ দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আজ বুধবার (২১ আগস্ট) নিজের ভেরিফাইড ইউটিউব চ্যানেল লঞ্চ করেছেন তিনি। এই চ্যানেলের নাম দেওয়া হয়েছে ‘ইউআর ডট ক্রিস্টিয়ানো’।
ইউটিউব চ্যানেল খুলেই নতুন রেকর্ডে নাম লেখিয়েছেন রোনালদো। প্রথম ইউটিউব চ্যানেল হিসেবে সবচেয়ে দ্রুতগতিতে এক মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে ‘ইউআর ডট ক্রিস্টিয়ানো’ চ্যানেলে। ঘণ্টাখানেকের মধ্যেই এই মাইলফলক স্পর্শ করে রোনালদোর চ্যানেল। যা পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে চ্যালেনটি লঞ্চ করা হয়। এরপর মাত্র বিশ মিনিটেই চ্যানেলটিতে ১ লাখ ব্যবহারকারী সাবস্ক্রাইব করেছে। সেখানেও ‘সাইডম্যান রিয়েক্টস’ ইউটিউব চ্যানেলের রেকর্ড ভেঙে দেন রোনালদো। ইতোমধ্যে তিন ঘণ্টায় তিন মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে ‘ইউআর ডট ক্রিস্টিয়ানো’। সেখানে বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন রোনালদো।
আরও পড়ুন:
» জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ কেমন হবে, জানালেন বিসিবি সভাপতি
» ইংলিশ ফুটবলে হামজা চৌধুরীর উত্থান যেভাবে
এদিকে, গতকাল (২০ আগস্ট) আন্তর্জাতিক ফুটবলের ২১ বছর পূর্ণ হয় রোনালদোর। ২০০৩ সালের ২০ আগস্ট পর্তুগালের জার্সিতে কাজাখস্তানের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় এই তারকার। বর্তমানে সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি। আগামী শুক্রবার সৌদি প্রো লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আল-রাইদের মুখোমুখি হবে রোনালদোরা।
ক্রিফোস্পোর্টস/২১আগস্ট২৪/বিটি