Connect with us
ফুটবল

মেসিকে পেছনে ফেলে নতুন কীর্তি গড়লেন রোনালদো

Ronaldo sets new record, surpassing Messi
নতুন কীর্তি গড়েছেন রোনালদো। ছবি- সংগৃহীত

ক্যারিয়ারের শেষদিকে এসেও একের পর রেকর্ড গড়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী ফেব্রুয়ারিতেই চল্লিশে পা রাখবেন তিনি। তবে এখনো দুর্দান্ত ফুটবল খেলছেন এই পর্তুগিজ মহাতারকা। এরই মধ্যে ক্লাব ফুটবলে এক নতুন রেকর্ড গড়েছেন তিনি, পেছনে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে।

গতকাল (২১ ফেব্রুয়ারি) সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। আর তাতেই এক অনন্য কীর্তি গড়েছেন এই আল নাসের তারকা। সৌদি প্রো লিগে ৯২টি ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১০০টি গোলে অবদান রেখেছেন তিনি। এতে করে ৭০টির বেশি ম্যাচ খেলেছেন এমন প্রতিটি ক্লাবের হয়েই ১০০ বা এর বেশি গোলে অবদান রেখেছেন সিআরসেভেন।

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও সবশেষ আল নাসেরের হয়ে অনন্য এই কীর্তি গড়লেন রোনালদো। তবে এমন কীর্তি নেই তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। এই আর্জেন্টাইন তারকা ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন বার্সেলোনায়। শুধুমাত্র কাতালানদের হয়ে এমন কীর্তি গড়েছেন মেসি।

আরও পড়ুন:

» নারী বিপিএলের ৩ দল চূড়ান্ত, খেলোয়াড়দের পারিশ্রমিক কত?

» ব্রাজিলিয়ান তরুণকে দলে ভেড়াল ম্যানচেস্টার সিটি

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে দুই মৌসুম কাটিয়েছেন মেসি। তবে দুই মৌসুমে ৭৫ টি ম্যাচ খেলে ৩২ গোল ও ৩৫ অ্যাসিস্টসহ মোট ৬৭ গোলে অবদান রেখেছেন। এছাড়া বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দ্বিতীয় মৌসুম খেলছেন তিনি। সেখানে এখনও ৭০টি ম্যাচ খেলা হয়নি এই আর্জেন্টাইন অধিনায়কের।

এছাড়া আরও বেশ কয়েকটি অনন্য কীর্তি রয়েছে রোনালদোর। নিজের প্রফেশনাল ক্যারিয়ারে মোট ৮৩০টি ম্যাচ জিতেছেন তিনি। এমন রেকর্ড আরো কোনো ফুটবলারের নেই। এছাড়া ৩০ বছর বয়স হওয়ার পরে ৪৫৬টি গোল করেছেন তিনি, যা আর কোনো ফুটবলার করতে পারেননি।

আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছর পূর্ণ হবে রোনালদোর। তবে চল্লিশে পা রাখার পরও আরো কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে তার। ইতোমধ্যে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এবার ১ হাজার গোলের মাইলফলকের পথে ছুটছেন এই পর্তুগিজ মহাতারকা।

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল