সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে সদ্য চুক্তি সম্পন্ন করেছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশাল অংকের অর্থ খরচম করে রোনালদোকে দলে ভেড়ালেও বিদেশি ফুটবলার বেশি হওয়ার কারণে এখনো সিআরসেভেনকে রেজিস্ট্রেশন করাতে পারেনি সৌদির এ ক্লাবটি। যারা ফলে এখনই আল নাসরের জার্সিতে মাঠে নামতে পারছেন না বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের।
এদিকে প্রোলিগের নিয়ম অনুসারে সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড়কে দলে নিতে পারবে সৌদির ক্লাবগুলো। অনেক আগেই সেই কোটা পূর্ণ করে ফেলেছিল এ ক্লাবটির। তাই নিষেধাজ্ঞা না থাকলেও আল তাইয়ের বিপক্ষে ম্যাচটিতে খেলার সুযোগ পেতেন না রোনালদো।
রোনালদোকে দলে রেজিস্ট্রেশন করাতে যে কোনো একজন ফুটবলারকে ছেড়ে দিতে হবে আল নাসরকে। আর সেই তালিকায় আছে ক্লাবটির ফরোয়ার্ড ভিনসেন্ট আবুবকর। যিনি কাতার বিশ্বকাপে গোলও পেয়েছেন।
অপরদিকে রোনালদো এমন সময়ে বিপদের বন্ধু হয়ে যেন দাঁড়াতে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভিনসেন্ট আবুবকরকে নেওয়ার দৌড়ে এগিয়ে আছে রোনালদোর প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।
ধারণা করা হচ্ছে, আবুবকরকে লোনে নিতে পারে ক্লাবটি। আর্থিক চাপে থাকার পরেও ট্রান্সফার উইন্ডোতে কম দামে নতুন একজন স্ট্রাইকার দলে ভেড়াতে মরিয়া ম্যান ইউ। আর এ ক্ষেত্রে তাদের বেশ আগ্রহ আছে আবুবকরের প্রতি।
শেষ পর্যন্ত যদি আবুবকরকে ম্যান ইউ দলে নিয়ে তাহলে এক অর্থে রোনালদোকেই যেন সাহায্যের হাত বাড়ালো তার সাবেক ক্লাবটি। তবে তাদের পুরনো লিজেন্ডের পাশে পরোক্ষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা এবার সেটিই দেখার বিষয়।
সূত্র: দ্য সান।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৩/এসএ