মাকে কতটা ভালোবাসেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সেটা বেশ ভালো ভাবেই জানা রয়েছে তার ভক্ত সমর্থকদের। রোনালদো বহুবার মায়ের সঙ্গে তার চমৎকার সম্পর্কের ব্যাপারে কথা বলেছেন। এবার নিজের মায়ের ৭০তম জন্মদিনে তাকে উদ্দেশ্য করে জানালেন ভালোবাসার কথা। নিঃশর্ত সমর্থনের জন্য প্রকাশ করেছেন কৃতজ্ঞতাও।
মাত্র ২০ বছর বয়সে বাবাকে হারানোর পর মায়ের হাত ধরেই ফুটবল মাঠে আসতেন রোনালদো। এবার সেই মারিয়া দোলোরেস আভেইরোর জন্মদিনে পুরনো স্মৃতিচারণ করলেন এই পর্তুগিজ তারকা। মায়ের সঙ্গে নিজের শৈশবের ছবি এবং বর্তমানের একটি ছবি পাশাপাশি পোস্ট করে দিয়েছেন ভালোবাসার বার্তা।
যেই পোস্টে ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছিলেন, ‘শুভ জন্মদিন মা। আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করার জন্য এবং আমাকে নিঃশর্ত সমর্থনের জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি।’
এদিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। আল নাসর ছেড়ে নতুন দলে যেতে পারেন বলে শোনা যাচ্ছে। যেখানে পর্তুগিজ কিছু গণমাধ্যমে রোনালদোর পারিবারিক সূত্রে বলা হচ্ছে ক্যারিয়ারের শেষ বয়সে এসে আরও একবার দল বদল করতে পারেন তিনি।
আরও পড়ুন:
» অবিশ্বাস্য ক্যাচে সকলের মন জয় করলেন ম্যাক্সওয়েল (ভিডিও)
» আলোচিত আউট নিয়ে মুখ খুললেন সৈকত, জানা গেল চাঞ্চল্যকর তথ্য
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবের ক্লাব আল নাসরে পাড়ি জমিয়েছিলেন রোনালদো। চলতি বছরের জুন মাসে শেষ হবে এই ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ। এরই মধ্যে আজ ১ জানুয়ারি থেকে যেকোনো দলের সঙ্গে ফ্রি এজেন্ট হিসেবে চুক্তি সম্পাদন করতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যম বলছে এমন ক্লাবে যেতে চান রোনালদো, যারা লড়াই করবে মেজর শিরোপা জয়ের লক্ষ্যে। বিষয়টি নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা। তবে কি আরও একবার ইউরোপের প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার সম্ভাবনা রয়েছে এই তারকা ফুটবলারের? এমন প্রশ্ন দেখা যাচ্ছে নেটিজেনদের মাঝে।
আল নাসরে যোগ দেয়ার পর এখন পর্যন্ত দলটির জার্সিতে ৮৩ ম্যাচ খেলতে মাঠে নেমেছেন এই পর্তুগিজ তারকা। যেখানে তিনি গোল করেছেন সর্বোচ্চ ৭৪টি। পাশাপাশি ১৮ অ্যাসিস্টে সতীর্থদের গোল করতে সহায়তা করেছেন তিনি। এছাড়া ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো-লিগের এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড গড়েন রোনালদো।
ক্রিফোস্পোর্টস/১জানুয়ারি২৫/এফএএস