Connect with us
ফুটবল

ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর জেতা উচিত ছিল, মনে করেন রোনালদো

Cristiano Ronaldo and Vinicius Jr
ক্রিস্টিয়ানো রোনালদো এবং ভিনিসিয়ুস। ছবি- সংগৃহীত

শেষ মুহূর্তে যখন জানা গেল ব্যালন ডি’অর ভিনিসিয়ুসের হাতে উঠছে না, সমালোচনায় ফেটে পড়ে ফুটবল বিশ্বের বড় একটা অংশ। নিরব প্রতিবাদ হিসেবে গোটা রিয়াল মাদ্রিদ দল বাতিল করে দেয় ফ্রান্সের সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাওয়া। অনেকে মনে করছিলেন এই বছর ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার ছিলেন ভিনি। এবার তেমনটাই জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো নিজেও।

ব্যালন ডি’অর জিততে না পারলেও মাসখানেক পর ঠিকই ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন ভিনিসিয়ুস। এবার দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে এই ব্রাজিলিয়ান তারকা জিতেছেন বছরের সেরা ফুটবলারের পুরস্কার। এই অনুষ্ঠানে রোনালদো জানিয়েছে নিজের ভাবনার কথা। যেখানে তিনি সমালোচনা করেছেন ব্যালন ডি’অর পুরস্কারের।

ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, ‘আমার মতে ভিনিসিয়ুস ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার ছিলেন। আমি মনে করি যা হয়েছে তা অন্যায়। আমি এখানে সবার সামনেই বলছি। তারা এই পুরস্কার রদ্রিকে দিয়েছে। সেও এটা পাওয়ার যোগ্য, তবে ব্যালন ডি’অর ভিনিসিয়ুসের পাওয়া উচিত ছিল। কারন সে দলকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছে এবং ফাইনালেও গোল করেছে।’

গ্লোব সকার অ্যাওয়ার্ডকে অধিক সৎ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আপনারা সবাই দেখছেন এই পুরস্কারটি সবসময় একই ভাবে দেওয়া হয়। এখানে পক্ষপাত করা হয় না। আর তাই আমি এই গ্লোব সকার অ্যাওয়ার্ডকে বেশি ভালোবাসে কারণ এটি সততার সঙ্গে দেয়া হয়।’ বিপরীতে ব্যালন ডি’অর পুরস্কারকে ‘আনফেয়ার’ বা অন্যায্য দাবি করেছেন এই পর্তুগিজ তারকা।

আরও পড়ুন:

» ভারতের মেলবোর্ন টেস্টসহ আজকের খেলা (২৮ ডিসেম্বর ২৪)

» ২০২৫ সালে আর্জেন্টিনার সব ম্যাচের সময়সূচি

» কে এই যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার? খেলতে চান বাংলাদেশের হয়ে

এদিকে গতকাল বর্ষসেরা পুরস্কার জয়ের পাশাপাশি বছরের সেরা ফরওয়ার্ড ফুটবলারের পুরস্কারও জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র। এছাড়া কিছুদিন আগে ফিফার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছে তার দল। এই টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছিলেন তিনি, জিতেছেন গোল্ডেন বল। ফিফার বর্ষসেরা ফুটবলারও হয়েছেন তিনি। 

ব্যালন ডি’অর জিততে না পারলেও পরবর্তীতে কিছু দিনেই একের পর এক পুরস্কার নিজের করে নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। এবার দুবাইয়ের গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা ফুটবলার এবং সেরা ফরওয়ার্ড পুরস্কার জিতলেন ভিনি। এদিকে সর্বোচ্চ গোল স্কোরার এবং মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে।

ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল