Connect with us
ফুটবল

ক্রীড়াবিদদের আয়ের শীর্ষে রোনালদো, কোথায় আছেন মেসি?

Lionel Messi and Cristiano Ronaldo

কিছুদিন আগেই ৪০ বছরে পা রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রায় দীর্ঘ দুই দশক ফুটবল বিশ্বকে নিজের জাদুতে বুদ করে রেখেছেন এই পর্তুগিজ তারকা। এবার টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক আয় করা ক্রীড়াবিদদের তালিকায় নিজের নাম সবার ওপরে ধরে রেখেছেন এই ফুটবল সুপারস্টার।

খেলাধুলার আর্থিক বিষয়ের সংবাদমাধ্যম ‘স্পোর্টিকো’ প্রকাশ করেছে সকল ধরণের ক্রীড়াবিদদের মধ্যে গেল এক বছরে সর্বোচ্চ আয় করা ১০০ জনের তালিকা। যেখানে দেখা যায় ২০২৪ সালে সর্বোচ্চ মোট ২৬০ মিলিয়ন ডলার আয় করেছেন রোনালদো। যার মধ্যে ২১৫ মিলিয়ন ডলার এসেছে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর থেকে, আর ৪৫ মিলিয়ন ডলার এসেছে মাঠের বাইরের বিভিন্ন চুক্তি থেকে।

এই তালিকায় দুইয়ে আছেন মার্কিন বাস্কেটবল তারকা স্টিফেন কুরি। আর তৃতীয় স্থানে রয়েছেন যুক্তরাজ্যের সাবেক বক্সার টাইসন ফুরি। ফুটবলারদের মধ্যে রোনালদোর পরেই রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিনি আছেন এই তালিকার চতুর্থ অবস্থানে। আর পাঁচ নম্বরে থাকছেন মার্কিন কিংবদন্তি বাস্কেটবল তারকা লেব্রন জেমস।


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

» যে কারণে আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন পাকিস্তানের ৩ ক্রিকেটার


বছরে সর্বোচ্চ আয় করা অ্যাথলেটের এই তালিকার সেরা দশে ফুটবলার হিসেবেই থাকছেন ৫ জন। রোনালদো ও মেসি ছাড়া বাকিরা হচ্ছেন– নেইমার জুনিয়র (ষষ্ঠ), করিম বেনজেমা (অষ্টম) ও কিলিয়ান এমবাপে (নবম)। যার মধ্যে রোনালদোর পর সৌদি লিগে খেলেছেন নেইমার ও করিম বেনজেমা।

লিওনেল মেসি ক্রীড়াবিদদের তালিকা চতুর্থ এবং ফুটবলারদের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকলেও গেল মৌসুমে রোনালদোর তুলনায় অর্ধেক আয় করেছেন তিনি। আর্থিক অঙ্কে যার পরিমাণ ১৩৫ মিলিয়ন ডলার। মেসি সৌদি লিগের বিশাল প্রস্তাব ফিরিয়ে দিলেও সৌদির পর্যটন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ২৫ মিলিয়ন ডলারের চুক্তি করেছেন।

এছাড়া নেইমার জুনিয়রের আয় ১৩৩ মিলিয়ন ডলার, করিম বেনজেমার ১১৬ মিলিয়ন ডলার ও কিলিয়ান এমবাপে আয় ১১০ মিলিয়ন ডলার।

ক্রিফোস্পোর্টস/১৩ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল