ইতোমধ্যে শুরু হয়ে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর আসর। যেখানে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে পর্তুগাল। এর আগে ২০১৬ সালে ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে ইউরো শিরোপা জিতেছিল দলটি। এবারও দলটির অন্যতম ভরসার নাম ৩৯ বছর বয়সী এই তারকা ফুটবলার।
চলতি মৌসুমেও পর্তুগালের নেতৃত্বে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো আছেন দারুন ছন্দে। তাছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস, পিএসজির ভিতিনহা এবং ম্যানসিটির বার্নার্ডো সিলভা ও রুবেন দিয়াসকে নিয়ে শক্তিশালী দল গঠন করেছে পর্তুগাল।
ইউরোর আগে সবশেষ রিপাবলিক অব আয়ারল্যান্ড ম্যাচে জোড়া গোল করে প্রস্তুতি সেরেছেন রোনালদো। সর্বোচ্চ ষষ্ঠ বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছেন এই পর্তুগিজ তারকা। তার সঙ্গে দলে থাকবেন ২০১৬ ইউরো জয়ী পেপে ও রুই প্যাট্রিসিয়াও।
টুর্নামেন্ট শুরুর আগে রোনালদো নিজের প্রত্যাশা প্রসঙ্গে জানান, ‘আমি বিশ্বাস করি বর্তমান প্রজন্ম এই ধরনের বিশাল প্রতিযোগিতা জেতার দাবি রাখে।’ নিজের দলকে সেমিফাইনালে দেখতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেমিফাইনাল? আমি আশা করি আমরা আরও বহুদূরে যাব।’
নিজেদের লক্ষ্য অর্জনের জন্য দল প্রস্তুত বলেও জানিয়েছেন এই তারকা ফুটবলার, ‘আমাদের ধাপে ধাপে যেতে হবে। ওই মুহূর্তের মধ্যে থাকতে হবে, অস্থির হওয়া যাবে না, ঠিক যেমন এখন পর্যন্ত আমরা আছি। বিশ্বাস করি যে এটা সম্ভব। আমরা জানি এটা অল্প সময়ের প্রতিযোগিতা, কিন্তু দল প্রস্তুত।’
আন্তর্জাতিক ফুটবলের বাইরে রোনালদো বর্তমানে খেলছেন সৌদির ক্লাব ফুটবলে। সেখানে কিছুদিন আগে সৌদি প্রো-লিগের এক আসরে সর্বোচ্চ ৩৫ গোল করার পাশাপাশি বিশ্বের ভিন্ন তিন লিগে এক আসরে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ তারকা।
তার নিজের রেকর্ডের প্রসঙ্গে রোনালদো বলেন, ‘আমি ফুটবল উপভোগ করি, রেকর্ড তারই ফল। গোলের জন্য খেলি না, এমনিই আসে। এটা আমার ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, সম্ভাব্য সেরা উপায়ে উপভোগ করতে চাই, ভালো খেলতে চাই এবং নিশ্চিত করতে চাই দল যেন জিততে পারে।’
আরও পড়ুন: নেপালের বিদায়ের পর বাংলাদেশের সুপার এইট সমীকরণ
ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/এফএএস