Connect with us
ফুটবল

পেশাদার ক্যারিয়ারে রোনালদোর ‘১২০০ ম্যাচ’ খেলার কীর্তি!

পেশাদার ক্যারিয়ারে রোনালদোর ‘১২০০ ম্যাচ’ খেলার কীর্তি! ছবি- সংগৃহীত

পেশাদার ক্যারিয়ারে রেকর্ড ভাঙা-গড়াই তার কাজ। সেই ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন এক রেকর্ডে নাম লেখালেন গতকাল সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলতে নামার মধ্য দিয়ে।

গতকাল আল নাসর-আল রিয়াদের ম্যাচে খেলার মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ারে ১২০০ তম ফুটবল ম্যাচ খেলার কীর্তি গড়েছেন রেকর্ডের বরপুত্র রোনালদো। ক্যারিয়ারের ১২০০ তম ম্যাচটিতে ১ গোল ১ এসিস্ট করে তা স্মরণীয় করে রাখেতেও ভুল করেননি। রোনালদোর দল ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে ৪-১ গোলের ব্যবধানে।

সৌদি লিগ কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিগের সবচেয়ে বড় তারকার ১২০০ তম ম্যাচ খেলা নিয়ে পোস্ট করেছিলো। এত সংখ্যক ম্যাচ খেলেও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে এখনো ভাগ বসাতে পারেননি পর্তুগিজ যুবরাজ। এই রেকর্ডের এখনো একচ্ছত্র অধিপতি সাবেক ইংলিশ গোলরক্ষক পিটার শিলটন।

যদিও তার ম্যাচ সংখ্যা নিয়ে কিছুটা বিতর্ক আছে। পরিসংখ্যান ভিত্তিক কয়েকটি ওয়েবসাইটে ১৩৯০ ম্যাচের কথা বলা হয়। তবে সামাজিক মাধ্যম এক্স-এ শিলটন নিজে তার খেলা সঠিক ম্যাচ সংখ্যা ১৩৮৭ টি বলে দাবি করেছেন।

গতকাল (শুক্রবার) রাতে আল নাসর-আল রিয়াদের মধ্যকার লিগ ম্যাচে খেলতে নেমে ৩৮ বছরের রোনালদো ম্যাচের আধ ঘণ্টা পরই দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। সাদিও মানের দূর্দান্ত ক্রস থেকে গোলটি করেন তিনি। এর ফলে লিগে ১৬ ম্যাচে ১৬ গোল করে লিগ টপ স্কোরার হিসেবে নিজের জায়গা আরও পাকাপোক্ত করলেন সিআরসেভেন।

এর আগে সবশেষ লিগ ম্যাচে লিগ লিডার আল হিলারের মাঠে ৩-০ গোলে কুপোকাত হয়েছিল আল নাসর। সেই হার ভুলে ঘুরে দাঁড়াতে পরের ম্যাচেই গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। পরে প্রথমার্ধের অতিরক্ত সময়ে স্বদেশী ওটাভিওর গোলে এসিস্ট করে অবদান রাখেন তিনি।

দ্বিতীয়ার্ধে দলের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড টালিস্কা। মাঝে আল রিয়াদের আন্দ্রে গ্রে এর ১ গোলের কল্যাণে শুধু হারের ব্যবধানটাই কিছুটা কমাতে পেরেছে প্রতিপক্ষ। ম্যাচটি শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতে নেয় রোনালদোর নেতৃত্বাধীন আল নাসর।

এই ম্যাচ জিতে ৩ পয়েন্ট পাওয়া আল নাসর লিগে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৪৪।

আরও পড়ুন: ভারতের ফাইনাল হারের অভিজ্ঞতা প্রেমিকার সাথে বিচ্ছেদের মতো: ডু প্লেসি

ক্রিফোস্পোর্টস/০৯ডিসেম্বর২৩/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল