সৌদি প্রো লিগে টেবিলের তলানিতে থাকা আল ওখদুদের বিপক্ষে কষ্টের জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। লিগে নিজেদের ৩১তম ম্যাচে আল ওখদুদকে ২-৩ গোলে হারিয়েছে রোনালদোরা। রোনালদো ও ব্রোজোভিচের জোড়া গোলে জয় ছিনিয়ে আনে আল নাসর।
বৃহস্পতিবার রাতে সৌদির প্রিন্স হাতলউল স্পোর্টস সিটি স্টেডিয়ামে মাঠে গড়ায় ম্যাচটি।
ম্যাচে যেন ট্রিপল সেভেন ম্যাজিক দেখল দর্শকরা। কেননা, কাকতালীয়ভাবে রোনালদোর ৭, ব্রোজোভিচের জার্সি নাম্বার ৭৭। ম্যাচ শেষে কাকতালীয় বিষয়টি নিয়ে পোস্টও করেছে আল নাসর।
দলের জয়ের রাতে একটি গোল করেছেন সিআর সেভেন। এতে লিগের নিজের ঝুলিতে ৩৩টি গোল জমা হয়েছে। লিগে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৪টি গোলের মালিক আল হিলালের সার্বিয়ান তারকা ফুটবলার আলেকসান্ডার মিত্রোভিচ।
এদিকে জয়ের রাতে শুরুটা দারুণ ছিল আল নাসরের। সেরাদের মতোই ম্যাচে দুর্দান্ত শুরু পায় রোনালদো বাহিনী। ম্যাচের মাত্র ৭ মিনিটের মাথায় সূচনা গোল উপহার দেন নাসরের মিডফিল্ডার এম. ব্রোজোভিচ। গোলের পালে হাওয়া দেন অধিনায়ক রোনালদো। ১৫ মিনিটেই দ্বিতীয় গোলের উৎসবে ভাসে দলটি।
২-০ গোলের লিড নিয়ে বেশ ফুরফুরে মেজাজে প্রথমার্ধ শেষ করে আল নাসর। তবে উৎসব দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধ্বে হোচট খায় রোনালদোরা।
ম্যাচের ৬০ মিনিটের মাথায় ঘুরে দাঁড়ায় আল ওখদুদ। মিডফিল্ডার আল-হাবিবের গোলে প্রতিরোধ গড়ে দলটি। এর দশ মিনিট পরেই নাসর দুর্গ ফের ভেঙে দেন ওখদুদের নাইজেরিয়ান স্ট্রাইকার এস গডউইন। তার গোলে সমতায় ফেরে টেবিলের ১৫ নম্বরে থাকা দলটি।
এরপরই টেবিলের দুই নম্বরের থাকা নাসরের চোখে চোখ রেখে লড়াই চালিয়ে যায় ওখদুদ বাহিনী। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে হৃদয় ভাঙে তাদের।
ম্যাচের ৯১ মিনিটে ক্রোয়েশিয়ান তারকা ফুটবলার এম. ব্রোজোভিচ নাসরকে রক্ষা করেন। জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছেন তিনি। শেষ মুহূর্তের এই গোলেই ২-৩ তে বাজে শেষ বাশি।
এদিকে ম্যাচে সবচেয়ে বেশি আক্রমনাত্মক ছিল ওখদুদ, তবে ছন্দের জাদুতে শেষ হাসি হেসেছে রোনালদোরা। ম্যাচে মোট ১৩টি শট নিয়েছে ওখদুদ, এর মধ্যে ৯টি ছিল অন টার্গেট। তবে লক্ষ্য ভেদ করেছে মাত্র ২টি। অপরদিকে ৯টি শট নেয় আল নাসর, এর মধ্যে ৪টি ছিল অন টার্গেট। এর মধ্যে ৩টিতে সফলতা পেয়েছে আল নাসর। ম্যাচে দুই দলই দুটি করে হলুদ কার্ড দেখেছে। সেই তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর নামও রয়েছে।
সৌদি প্রো লিগে এবারের মৌসুমে ৩১ ম্যাচ খেলে ২৫ জয়ে ৭৭ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরের আল নাসর৷ এছাড়া এক ম্যাচ কম খেলে ২৮ জয়ে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল হিলাল।
আরও পড়ুন: ভুল সিদ্ধান্তের পর ক্ষমা চেয়েছেন লাইন্সম্যান, দাবি বায়ার্ন কোচের
ক্রিফোস্পোর্টস/১০মে২৪/এসএ