যুক্তরাষ্ট্রের বিশ্ব খ্যাত অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস গতকাল (বৃহস্পতিবার) রাতে ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের নামের তালিকা প্রকাশ করেছে। সর্বোচ্চ আয় করা ফুটবলারের তালিকায় এবারও শীর্ষ অবস্থান ধরে রেখেছেন পর্তুগালের তারকা ক্রিকেটার ক্রিস্টিয়ানো রোনালদো।
অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস অনুযায়ী, এ বছরে রেকর্ড ২৮ কোটি ৫০ লাখ ডলার (৩ হাজার ৪১৬ কোটি ৩৯ লাখ টাকা) আয় করেন রোনালদো। ১৩ কোটি ৫০ লাখ ডলার (১ হাজার ৬১৮ কোটি ২৯ লাখ) আয় করে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। এ নিয়ে টানা দ্বিতীয় বছর রোনালদোর পেছনে পড়লেন মেসি।
আরও পড়ুনঃ সাকিব বললেন ‘আই ডোন্ট কেয়ার’, ভিডিও ভাইরাল
এ তালিকায় তৃতীয় অবস্থান আছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। ১১ কোটি ডলার (১ হাজার ৩১৮ কোটি ৬০ লাখ টাকা) বছরে আয় করেন আল নাসেরের এই ফরওয়ার্ড। পারিশ্রমিকে শীর্ষ পাঁচ ফুটবলারের শুধুমাত্র একজন খেলেন ইউরোপীয় ক্লাব রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। বছরে এমবাপ্পের আয় ৯ কোটি ডলার (১ লাখ ৭৮ হাজার ৮৬ লাখ টাকা)। শীর্ষ দশের মধ্যে আছেন ইউরোপীয় ক্লাবে খেলা পাঁচজন। এমবাপ্পে ছাড়া অন্য চারজন ম্যানচেস্টার সিটির দুই তারকা আর্লিং হলান্ড ও কেভিন ডি ব্রুইনা, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও লিভারপুলের মোহাম্মদ সালাহ।
ফোর্বস খেলোয়াড়দের বার্ষিক আয়ের এই তালিকা শুধু মাঠের আয়ের দিক দিয়ে বিবেচনা করে না। খেলোয়াড়দের বেতন, বোনাস, পৃষ্ঠপোষকসহ সব ধরনের আয়ের হিসাব বিবেচনায় করেই এ তালিকা প্রকাশ করে।
১৯৯০ সাল থেকে এ পর্যন্ত ক্রীড়াবিদ ফোর্বস তালিকা করে আসছেন। তার তালিকা সব চেয়ে বেশি আয় করা খেলোয়াড় সাবেক বক্সার ফ্লয়েড মেওয়েদার। তিনি এক বছরে রোনালদোর চেয়ে বেশি আয় করেছেন।
ক্রিফোস্পোর্টস/১৮ অক্টোবর ২৪/এইচআই