Connect with us
ফুটবল

রোনালদোর বার্ষিক আয় ৩০৩৫ কোটি, মেসি-নেইমারের কত?

Messi-Neymar-Ronaldo
মেসি-নেইমার-রোনালদো। ছবি- সংগৃহীত

গত এক যুগেরও বেশি সময় ধরে ফুটবলের দুই চর্তিত মুখ লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলে এই দুইয়ের মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দিতা থাকলেও ফুটবলের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই দুই তারকা।

দুজনেই ইউরোপ ছেড়েছেন বছরখানেক আগে। রোনালদো পাড়ি জমিয়েছেন সৌদি লিগে আর মেসি যুক্তরাষ্ট্রের লিগে। তবুও দুজনকে নিয়ে প্রতিযোগিতার শেষ নেই।

আজ (১৬ মে) ক্রীড়াবিদদের বার্ষিক আয় নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোর্বস। এই তালিকায় মেসির চেয়ে দ্বিগুণ আয় নিয়ে শীর্ষস্থানে রয়েছেন রোনালদো।

গত ১ বছরের হিসাবে এই তালিকা তৈরি করা হয়েছে। যেখানে রোনালদোর বার্ষিক আয় ২৬০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩০৩৫ কোটি ৮৫ লাখ টাকা। রোনালদো আল নাসর থেকে বার্ষিক বেতন পান ২০০ মিলিয়ন মার্কিন ডলার। আর অন্যান্য উৎস থেকে আসে ৬০ মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার।

রোনালদোর পর দ্বিতীয় স্থানে রয়েছেন গল্ফ তারকা জন রাম। তার বার্ষিক আয় ২১৮ মিলিয়ন মার্কিন ডলার (২৫৪৭ কোটি ১৬ লাখ টাকা)।

আর তৃতীয় স্থানে রয়েছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি। তার বার্ষিক আয় ১৩৫ মিলিয়ন মার্কিন ডলার (১৫৮৪ কোটি ৭৭ লাখ টাকা)।

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র রয়েছেন তালিকার সাত নম্বরে। তার বার্ষিক আয় ১০৮ মিলিয়ন মার্কিন ডলার (১২৬০ কোটি টাকা)। এছাড়া ১২৮৯ কোটি ৬৪ লাখ টাকা বার্ষিক আয় নিয়ে নেইমারের একধাপ আগে রয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে।

ফোর্বস অনুযায়ী সর্বোচ্চ আয় করা শীর্ষ ১০ ক্রীড়াবিদ

ক্রীড়াবিদ আয় (বাংলাদেশি টাকা)
ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবল) ৩০৩৫ কোটি ৮৫ লাখ
জন রাম (গলফ)  ২৫৪৭ কোটি ১৬ লাখ
লিওনেল মেসি (ফুটবল) ১৫৮৪ কোটি ৭৭ লাখ
লেব্রন জেমস (বাস্কেটবল)  ১৪৯৬ কোটি ২২ লাখ
জিয়ান্নিস আনতেতোকুনপো (বাস্কেটবল) ১৩০৩ কোটি ৩৬ লাখ
কিলিয়ান এমবাপ্পে (ফুটবল) ১২৮৯ কোটি ৬৪ লাখ
নেইমার জুনিয়র (ফুটবল) ১২৬০ কোটি
করিম বেনজেমা (ফুটবল) ১২৪৫ কোটি ২১ লাখ
স্টেফ কারি (বাস্কেটবল) ১২০০ কোটি ৬১ লাখ
ল্যামার জ্যাকসন (বক্সিং) ১১৭১ কোটি ৪৯ লাখ

 

আরও পড়ুন:এদেরসনকে ঘিরে দুঃসংবাদ পেল ব্রাজিল 

ক্রিফোস্পোর্টস/১৬মে২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল