![Ronaldo (1)](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2024/11/Ronaldo-1.jpg.webp)
চলতি মাসের শুরুতে আল নাসরের হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল-ঘারাফার বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনালদো। এবার পরবর্তী ম্যাচে গতকাল সৌদি প্রো-লিগে দামাকের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠলেন এই পর্তুগিজ তারকা। তার জোড়া গোলে দারুণ জয় পেয়েছে নাসর।
গতকাল ঘরের মাঠে দামাকের বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে আল নাসর। যেখানে দুটি গোলই করেছেন রোনালদো। ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে প্রথম স্কোর করেন তিনি। এরপর ম্যাচের ৭৯ মিনিটে ডি-বক্সে সতীর্থের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান এই পর্তুগিজ তারকা।
এই নিয়ে চলতি বছরের পঞ্জিকা বর্ষে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে চতুর্থ সর্বোচ্চ ৪২ গোল করেছেন তিনি। যেখানে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ফুটবলে তার পা থেকে এসেছে ৭ গোল। বাকি ৩৫ গোল তিনি করেছেন আল নাসরের হয়ে। এর আগে গত ২০২৩ পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৫৪ গোল করেছিলেন রোনালদো।
আরও পড়ুন:
» বাংলাদেশের একাধিক ম্যাচসহ আজকের খেলা (৩০ নভেম্বর ২৪)
» চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে রিয়াল মাদ্রিদ : আনচেলত্তি
চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৪৯ গোল করে শীর্ষে আছেন ভিক্টর গায়কেরেস। স্পোর্টিং লিসবনের হয়ে খেলেন এই সুইডিশ ফুটবলার। ইংলিশ তারকা হ্যারি কেইনের পাঁ থেকে চলতি বছর এসেছে ৪৬ গোল। আর্লিং হালান্ড করেছেন ৪৪ গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় চলতি বছর এই তিন ফুটবলারের পরেই আছেন রোনালদো।
সম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছিলেন ক্যারিয়ারে হাজার গোল করতে চান তিনি। আর সেই লক্ষ্যে অবিচল ছুটে চলেছেন এই পর্তুগিজ তারকা। এখন পর্যন্ত সব মিলিয়ে সর্বোচ্চ ৯১৫ গোল করেছেন রোনালদো। এছাড়াও আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতার তালিকায়ও ১৩৫ গোল নিয়ে তিনি রয়েছেন শীর্ষে।
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৪/এফএএস
![](https://www.crifosports.com/wp-content/webp-express/webp-images/uploads/2023/04/Crifosports-logo-2.png.webp)