গতকাল রাতে (মঙ্গলবার) সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে আবারও হ্যাট্রিকের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিন গোলের সঙ্গে দলের আরও দুই গোলে সহায়তাও করেছেন পর্তুগিজ তারকা। আর এ সব কিছুই করেছেন ম্যাচের প্রথমার্ধেই। এর মাধ্যমে সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচে হ্যাট্রিক করলেন ৩৯ বছরের রোনালদো।
পর্তুগিজ তারকার সরাসরি পাঁচ গোলে অবদান রাখার ম্যাচে প্রতিপক্ষ আবহাকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে সৌদি জায়ান্টরা। ফলে অবনমনের দিকে আরও এক ধাপ ধাবিত হলো সৌদির ক্লাবটি। গতকাল অবশ্য প্রথমার্ধের বিরতির পরই পর্তুগিজ তারকাকে তুলে নেন আল নাসর কোচ।
গতকাল ম্যাচের ১১ মিনিটে স্কোর শীটে প্রথম নাম তোলেন রোনালদো দুর্দান্ত এক ফ্রি-কিক গোলের মাধ্যমে। এর ১০ মিনিট পর আবারও ফ্রি-কিক থেকে পর্তুগিজ তারকার গোল। আর এই গোলের মধ্য দিয়েই দীর্ঘ ১৩ বছর পর এক ম্যাচে ফ্রি-কিক থেকে দুই গোল করলেন সিআরসেভেন। আর হ্যাট্রিক পূরণ করেন ৪১ মিনিটে গোল করার মধ্য দিয়ে যা কি না রোনালদোর ক্যারিয়ারের ৬৫ তম হ্যাট্রিক।
বয়স ৩০ বছর পেরোনোর পর সর্বোচ্চ সংখ্যক হ্যাট্রিকের (৩৫) মালিকও তিনিই। এছাড়াও প্রথমার্ধের ৩৩ মিনিটে মানে ও ৪৪ মিনিটে আব্দুল মাজিদ সুলাইহিমের গোলের কারিগরও ছিলেন পর্তুগিজ যুবরাজ। আজকের ম্যাচে ক্যারিয়ারের ২৫০ তম এসিস্টের মাইলফলক স্পর্শ করেন সিআরসেভেন। দ্বিতীয় এসিস্টের মধ্য দিয়ে ক্যারিয়ারে ২৫১ তম এসিস্টের নজির গড়েন রোনালদো।
রোনালদোকে তুলে নিলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে ৮-০ তে আবহাকে উড়িয়ে দেয় আল নাসর। খেলায় দুর্দান্ত ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সের পর ম্যাচ শেষে নিজের ইন্সটাগ্রাম একাউন্টে ছবি পোস্ট করে তার ক্যাপশনে রোনালদোর বার্তা, ‘আমাদের গতি কমে যায়নি।’
আরও পড়ুন: রোনালদোর টানা দ্বিতীয় হ্যাটট্রিকে আল নাসরের গোল বন্যা
ক্রিফোস্পোর্টস/৩এপ্রিল২৪/এমএস/এমটি