ঘরের মাঠে ম্যাচটি ছিল আল নাসরের জন্য ঘুরে দাঁড়ানোর ম্যাচ। নিজেদের খেলা শেষ তিন ম্যাচে দুই ড্র ও চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষে পরাজয়ের স্বাদ গ্রহণ করেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তাই নিজেদের জয়ের ছন্দে ফেরাতে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে কাঙ্খিত বড় জয় তুলে নেয় আল নাসর।
শুক্রবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে আল আউয়াল পার্ক স্টেডিয়ামে আল রিয়াদকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় আল নাসর। এদিন আল নাসরের হয়ে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো, ওতাভিও ও তালিসকা। নিজে গোল করার পর এদিন গোলে অ্যাসিস্টও করেন পর্তুগীজ সুপারস্টার।
এদিন ম্যাচের শুরু থেকে আক্রমাত্মক খেলতে থাকে আল নাসর। ম্যাচের প্রথম মিনিটে রোনালদো, তালিসকা ও সাদিও মানের দারুন বোঝাপড়ায় বল জালে জড়ায় স্বাগতিকরা, তবে তা কাটা পড়ে অফ সাইডে। ম্যাচের বেশি ভাগ সময় বল ছিল আল রিয়াদের আর্ধে। আল নাসরের একের পর এক আক্রমণ প্রতিহত করতেই ব্যস্ত থাকে রিয়াদ।
ম্যাচের ১২ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর শট গোলকিপারকে প্রতিহত করতে সমর্থ্য হলেও প্রতিপক্ষের ডিফেন্ডার গোল লাইন ক্লিয়ারেন্স করে বাধা হয়ে দাঁড়ায় আল নাসরের প্রথম গোল পেতে। এরপর নাসরের একাধিক আক্রমণ রুখে দেয় আল রিয়াদের রক্ষণভাগ। তবে প্রথম আর্ধেই লিড নিতে সমর্থ্য হয় আল নাসর।
গেল দুই ম্যাচে গোল না পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর হাত ধরে আসে নাসরের প্রথম গোল। ম্যাচের ৩১ মিনিটে সাদিও মানের বক্সের মধ্যে বাড়ানো ক্রস দুর্দান্ত ফিনিশিংয়ে গোলে পরিণত করেন এই পর্তুগীজ সুপারস্টার। গোল করার পর প্রথম আর্ধেই দলের ব্যবধান বাড়াতে গোলে সহায়তা করেন রোনালদো।
প্রথম আর্ধের যোগ করা তৃতীয় মিনিটে বক্সের মধ্যে থেকেই বল বাড়ান তার স্বদেশী ওতাভিওকে। কোনো ভুল না করে সুন্দর হেডে বল জালে জড়ান এই পর্তুগীজ মিড ফিল্ডার। এতে করে প্রথম আর্ধেই ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয় আর্ধের শুরুতেও আল রিয়াদকে চেপে ধরে বারবার আক্রমণে উঠতে থাকে নাসর। ম্যাচের ৬৭ মিনিটে ডান প্রান্ত থেকে বক্সের মধ্যে লো ক্রস পেয়ে যান তালিসকা। নিজেদের প্রথম টাচে বল জড়ান জালে। তবে এর এক মিনিট পরেই পালটা আক্রমণে ওঠে আল রিয়াদ। জুয়ানমির সেট আপ থেকে আন্দ্রে গ্রের শটে প্রথম গোলের দেখা পায় আল রিয়াদ।
এতে করে স্কোর লাইন দাঁড়ায় ৩-১ গোলের। তবে দ্বিতীয় আর্ধের যোগ করা অতিরিক্ত চতুর্থ মিনিটে মাঠের ডান প্রান্ত থেকে ঘানামের ক্রস বক্সের মধ্যে খুঁজে পায় তালিসকা। দুর্দান্ত এক হেডে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এতে করে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
তিন ম্যাচ পর সৌদি প্রো লিগে জয়ের দেখা পেল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। নিজেদের খেলা ১৬ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আল নাসর। সমান ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল।
আরও পড়ুন: প্রোটিয়াদের মাঠে আরেকটি ইতিহাস গড়া হলো না টাইগ্রেসদের
ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৩/এসএফ/এজে