সৌদি কিংস কাপের শিরোপা জয়ের লক্ষ্যে গেল রাতে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের বিপক্ষে মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। তবে আল হিলালের কাছে টাইব্রেকারে হেরে শিরোপা খোয়ালো রোনালদোর দল। অবিশ্বাস্য এক মৌসুম কাটানো হিলাল সৌদি প্রো-লিগের পর এবার জিতে নিল কিংস কাপের শিরোপা।
গতকাল শুক্রবার রাতে জেদ্দার কিংস আবদুল্লাহ স্পোর্ট সিটিতে কিংস কাপের ফাইনালে দেখা যায় রোমাঞ্চকর এক ম্যাচ। যেখানে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় শেষ করে দুই দল। অতিরিক্ত সময়েও ফলাফল নির্ধারণ না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই আল নাসরকে ৫-৪ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সৌদি কিংস কাপ জিতল আল হিলাল।
এদিন ম্যাচের মাত্র সপ্তম মিনিটে এগিয়ে যায় আল হিলাল। বক্সের মধ্যে সতীর্থের বাড়ানো বল থেকে হেডে গোল করেন সার্বিয়ান ফুটবলার আলেকজান্দার মিত্রোভিক। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও সফলতার দেখা পায়নি নাসর। ম্যাচের ৩৫ মিনিটে রোনালদোর নেওয়া শট রুখে দেন প্রতিপক্ষ গোলকিপার বোনো।
এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয় আর্ধের প্রথম মিনিটে অবিশ্বাস্য এক শটে গোলের প্রচেষ্টা করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থের বাড়ানো বল বক্সের মধ্যে পেয়ে বাইসাইকেল কিকে গোল করার চেষ্টা করেন তিনি। শটের কানেকশন ছিল দেখার মতো অসাধারণ। তবে গোল পোস্টে প্রতিহত হয় সেই শট। তা না হলে মৌসুমের সেরা গোল হতেই পারতো এটি।
দ্বিতীয় আর্ধে আল নাসরের আরও কিছু ভালো আক্রমণ রুখে দেয় আল হিলালের রক্ষণভাগ ও গোল কিপার। তবে ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট পূর্বে সাইড লাইন থেকে বক্সের মধ্যে লম্বা থ্রো বল পেয়ে হেডে গোল করে দলকে সমতায় ফেরান আয়মান ইয়াহিয়া। এতে করে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের খেলায়।
তবে অতিরিক্ত ৩০ মিনিটেও ফলাফল না এলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম একটি করে শট মিস করেন দুই দলের ফুটবলার। তারপর টানা চারটি করে গোল নিশ্চিত করে উভয় দলের ফুটবলার। যার মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোও করেছেন একটি। তবে এরপর একটি শট আল হিলাল মিস করলে নাসরের কাছে দারুন সুযোগ আসে এক গোল করে শিরোপা জয়ের।
তবে এরপর টানা দুই প্রচেষ্টা মিস করে বসে নাসরের ফুটবলাররা। অপরদিকে আরও একটি গোল করে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে নেইমার বিহীন আল হিলাল। এতে করে জয়ের খুব কাছে গিয়েও শিরোপার ছোঁয়া বঞ্চিত হলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এদিকে ১১তম বারের মত কিংস কাপ জিতে শিরোপা ধরে রাখল ডিফেনডিং চ্যাম্পিয়ন আল হিলাল।
আরও পড়ুন: শনিবার মুখোমুখি ভারত-বাংলাদেশ, সরাসরি দেখাবে যে টিভি
ক্রিফোস্পোর্টস/১জুন২৪/এফএএস