Connect with us
ফুটবল

রেকর্ড গড়ে আইকনিক উদযাপন রোনালদোর

Ronaldo's iconic celebration
রোনালদো। ছবি- সংগৃহীত

গোল করার পর রোনালদো আবারও বিজ্ঞাপনী বোর্ডের ওপর বসে রাজার মতো উদযাপন করেছেন, যা ২০১৭ সালে রিয়ালে তার আইকনিক উদযাপন হিসেবে পরিচিত ছিল। ৮ বছর পর শনিবার রাতে আবারও সেভাবে উদযাপন করলেন এই পর্তুগিজ সুপারস্টার। তবে এবারকার দৃশ্যটি ছিল ভিন্ন, এটি এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল।

আল নাসরের সেমিফাইনাল নিশ্চিত

জাপানের ক্লাব ইয়াকোহামা এফ মারিনোসকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আল নাসর। রোনালদো গোলটি করেন ৩৮ মিনিটে, যা এবারের এএফসি চ্যাম্পিয়নস লিগে তার অষ্টম গোল। এই গোলের মাধ্যমে তিনি এবারের মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েন।


আরও পড়ুন

»পিএসএলে যোগ দিলেন নাহিদ রানা, একাদশে জায়গা পাবেন?

»কোপা দেল রে : শিরোপা জিতে কত টাকা পেল বার্সেলোনা


রেকর্ড ও ক্যারিয়ারের নতুন মাইলফলক

এটি রোনালদোর ২০১৭ সালের আইকনিক উদযাপন। এবারের মৌসুমে তার মোট গোল সংখ্যা ৩৩টি, এবং তার ক্যারিয়ারের ৯৩৪তম গোল এটি। ১০০০ গোলের মাইলফলকের দিকে তিনি দ্রুত এগিয়ে চলেছেন।

সেমিফাইনাল প্রস্তুতি

বুধবার সেমিফাইনালে আল নাসর খেলবে কাতারের আল সাদ অথবা জাপানের কাওসাকি ফ্রন্টালের সঙ্গে, যারা রোববার অপর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে।

ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল