Connect with us
ফুটবল

রোনালদোর শেষ মুহূর্তের গোলে জয়ের ধারা অব্যাহত রাখল নাসর

Cristiano Ronaldo
রোনালদোর গোল উদযাপন। ছবি- আল নাসর

সৌদি প্রো-লিগে গতকাল আল নাসর ও আল শাবাবের ম্যাচটি শেষ মুহূর্তে ছিল নাটকীয়তায় ভরপুর। যেখানে ক্ষণে ক্ষণে ম্যাচের রং বদলাচ্ছিল। শেষ বাঁশি বাজা অব্দি নিরাপদ মনে হচ্ছিল না আল নাসরকে। তবে শেষ পর্যন্ত ম্যাচের যোগ করা সময় রোনালদোর গোলটাই হয়ে রইল ম্যাচের ফলাফল নির্ধারক হিসেবে।

গতকাল শুক্রবার রাতে সৌদি প্রো-লিগে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে আল শাবাবের বিপক্ষে মাঠে নেমেছিল নাসর। যেখানে প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় রোনালদোর দল। জয়ের রাতে রোনালদো ছাড়াও প্রথম লিড নেওয়া গোল করেন আয়মেরিক লাপোর্তে। এছাড়া ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন নাসরের মোহাম্মদ সিমাকান।

সৌদি প্রো লিগে নিজেদের সবশেষ চার ম্যাচে টানা জয় তুলে নিয়েছে নাসর। আর এই চার ম্যাচের প্রতিটাতেই গোলের দেখা পেয়েছেন রোনালদো। এতে ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রতে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে নাসর। আর পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আল শাবাব।

এদিন প্রথমার্ধে গোলশূন্য ব্যবধানে শেষ হওয়া ম্যাচের ৬৯তম মিনিটে লাপোর্তের গোলে এগিয়ে যায় আল নাসর। তবে নির্ধারিত সময়ের একদম শেষ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে তারা। ডি বক্সের বাঁ পাশ থেকে নেয়া প্রতিপক্ষের শট রুখতে গিয়ে ভুলবশত নিজেদের জলে জড়িয়ে দেন নাসরের ডিফেন্ডার আলি-আল হাসান।

আরও পড়ুন:

» রিয়াল মাদ্রিদের ম্যাচসহ আজকের খেলা (১৯ অক্টোবর ২৪)

» ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১৪ বছর পর ফাইনালে নিউজিল্যান্ড

এর আগে অবশ্য রোনালদোর অ্যাসিস্টে দ্বিতীয় গোল পেয়ে গিয়েছিল নাসর। তবে সেটা কাটা পরে অফসাইডে। উল্টো নির্ধারিত সময় শেষ মিনিটের গোলে ম্যাচে সমতা ফেরে। তবে যোগ করা সময়ে ষষ্ঠ মিনিটে গিয়ে পেনাল্টি পায় আল নাসর। আর ম্যাচে ফিরে আসা সেই সুযোগ একেবারেই হাতছাড়া করেননি দলের তারকা ফুটবলার রোনালদো।

নিখুঁত শটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন তিনি। তবে সেখানেই শেষ হয়নি সকল নাটকীয়তার। দুই মিনিট বাদেই ডি বক্সের মধ্যে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করলে পাল্টা পেনাল্টি হজম করে নাসর। তবে এমন দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আল শাবাব। আব্দুর রাজ্জাক হামদাল্লাহর নেয়া শট প্রতিহত হয় গোল পোস্টে লেগে। এতেই জয় নিশ্চিত হয় আল-নাসরের।

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল