চলছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াই। টুর্নামেন্টের দুর্দান্ত ভাবে ফেলে যাচ্ছিল সৌদি ক্লাব আউট নাসর। তবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আল আইনের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়া বেশ অনিশ্চিত হয়ে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর এই ক্লাবের।
গতকাল সোমবার রাতে আল আইনের ঘরের মাঠে তাদের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে আল নাসর। প্রথমার্ধের শেষ মিনিটে জয়সূচক এই গোল করেন সৌফিয়ান রাহিমি। এতে করে সেমিফাইনাল নিশ্চিত করতে দ্বিতীয় লেগে এর থেকেও বড় ব্যবধানে জিততে হবে নাসরকে।
গতকাল প্রতিপক্ষের মাঠে বল দখল এবং শট অন টার্গেট সবদিক থেকেই এগিয়েছিল রোনালদোর আল নাসর। শুরু থেকে ছোট ছোট আক্রমণ শানিয়েও সফলতা পায়নি দলটি। তবে ম্যাচের ৪৪তম মিনিটে একক প্রচেষ্টায় আল আইনের হয়ে দুর্দান্ত একটি গোল করেন মরক্কান ফুটবলার রাহিমি।
বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে মরিয়া হয়েছিল আল নাসর। একাধিক প্রচেষ্টা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে প্রতিবারই বাধ হয়ে দাঁড়ান প্রতিপক্ষ গোলকিপার সুলতান আল মাহেরি। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোর আল-নাসরকে।
এতে করে পাঁচ ম্যাচ পর হারের স্বাদ পেল এই সৌদি ক্লাবটি। ঘুরে দাঁড়িয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করতে আগামী (১১ মার্চ) সোমবার রাত ১টায় ঘরের মাঠে আল আইনের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে আল নাসর।
আরও পড়ুন: মাহমুদউল্লাহর উইকেটকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলেছেন সামারাবিক্রমা
ক্রিফোস্পোর্টস/৫মার্চ২৪/এফএএস