সময়ের সাথে নিজেকে ধরে রেখে ছুটে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়সের চাপে ভেঙে না পড়ে উড়ছেন প্রতিনিয়ত। ইউরোপের পর এখন আল নাসেরের হয়ে এশিয়া মাতাচ্ছেন ৩৮ ঊর্ধ্ব পর্তুগীজ তারকা। সৌদি প্রো-লিগে আল খালিজকে হারিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে তুলেছেন দলকে। করেছেন নতুন মাইলফলকও।
শনিবার (৪ নভেম্বর) রাতে আল-আওয়াল পার্কে ২-০ গোলের জয় তুলে নেয় নাসর। ম্যাচে দলের হয়ে গোল দুটি করেন আয়মারিক ল্যাপোর্তে ও ক্রিশ্চিয়ানো রোনালদো এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ হওয়ার পর ৪০০ গোল করেছেন তিনি।
শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে নাসর। ম্যাচের ২৬ মিনিটে রোনালদোর গোলে লিড পায় তারা। সতীর্থের থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া তার বিদ্যুত গতির শট ঠেকাতে ব্যর্থ হয় গোলকিপার।
রোনালদোর করা গোলের পর প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আল খালিজ। তবে একের পর এক শর্ট নিয়েও ব্যর্থ হয় বল লক্ষ্যে রাখতে। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ হারালে ৫৬ মিনিটে বিপদ ঘটতে পারত নাসরের। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি প্রতিপক্ষ।
উল্টো দুই মিনিট বাদে ব্রাজিলিয়ান অ্যালেক্স তেলেসের নেয়া ফ্রি-কিক বাধা পেয়ে ফিরে আসে আয়মারিক ল্যাপোর্তের পায়ে। আলতো করে জালে বল ঠেলে দেন এই স্প্যানিশ ডিফেন্ডার। এতে করে লিড দ্বিগুন করে আল নাসর।
এই জয়ের মধ্য দিয়ে ১২ ম্যাচে ৯ জয় ও ১ ড্রতে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আল নাসর। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-হিলাল।
আরও পড়ুন: দেশের মানুষ ও পরিবারের জন্য সেমিফাইনালে পৌছাতে চান শহিদী
ক্রিফোস্পোর্টস/৫নভেম্বর২৩/এসএস/এজে