Connect with us
ক্রিকেট

জয়ের রাতে মেসিকে পেছনে ফেলে রোনালদোর নতুন রেকর্ড

Cristiano Ronaldo
আল-নাসরের জয়ের রাতে রোনালদো। ছবি- সংগৃহীত

গেল রাতটা রোনালদোর জন্য স্পেশাল বলাই চলে। ম্যাচ শুরুর আগে জাকজমক আয়োজনে সৌদি লিগের মাস (ডিসেম্বর) সেরা পুরস্কার হাতে তুলে নিয়েছেন এই পর্তুগিজ তারকা। এর পরেই মাঠে নেমে আল ফাতেহকে হারানোর ম্যাচে ছাড়িয়ে গেলেন মেসির এক রেকর্ড। পৌঁছে গেছেন সর্বোচ্চ নন-পেনাল্টি গোল করা তালিকার শীর্ষে।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি প্রো লিগে আল ফাতেহকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিনও গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে করে সর্বকালের সবচেয়ে বেশি পেনাল্টি ছাড়া ৭১৫ গোল করেছেন রোনালদো। এতে করে তিনি পেছনে ফেলেছেন মেসির ৭১৪ নন-পেনাল্টি গোল।

এদিন ম্যাচের মাত্র ১৭ মিনিটেই আল-নাসরকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। বক্সের ডানপ্রান্ত থেকে আল ঘানামের বাড়িয়ে দেয়া বল নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান তিনি। ম্যাচের ২৬ মিনিটে পেশির অস্বস্তির কারণে মাঠ ছাড়েন নাসরের নিয়মিত গোলরক্ষক। তার তিন মিনিট বাদেই জোরালো শটে ফাতেহকে সমতায় ফেরান আল নাজদি।

ম্যাচের ৭২ মিনিটে আল নাসরের হয়ে জয়সূচক গোলটি করেন ওতাভিও। বক্সের ঠিক বাইরে থেকে ডান প্রান্তে আল ঘানামকে বুদ্ধিমান বল বাড়ান রোনালদো। সেখান থেকে ঘানাম ডি-বক্সের মধ্যে ক্রস বাড়ালে বল পেয়ে নিখুঁত প্লেসিং শটে গোল করেন ওতাভিও। ম্যাচে আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।

এতে করে ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সৌদি প্রো-লিগের পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলেই শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৫৩। এই তালিকার সেরা দুই দল পাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে খেলার সুযোগ।

আরও পড়ুন: বিশ্বের সেরা ৫ কোচের একজন সালাউদ্দিন: মঈন আলী

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট