চলমান ইউরো চ্যাম্পিয়নশীপে শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে রাতে তুরস্কের বিপক্ষে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। শক্তিমত্তার বিচারে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। দু’দলের ৯ বারের দেখায় পর্তুগালের জয় ৭ ম্যাচে, বিপরীতে ২ বার জিতেছে তুরস্ক। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে বাংলাদেশ সময় রাত ১০ টায় ম্যাচটি শুরু হবে।
এদিকে ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করেছে পর্তুগাল ও তুরস্ক। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ভালো খেলা সত্ত্বেও শুরুতে ১-০ গোলে পিছিয়ে পড়ে পর্তুগীজরা। পরে দ্বিতীয়ার্ধে চেক প্রজাতন্ত্রের আত্মঘাতী গোলে ও বদলি নামা ২১ বছর বয়সী ফরোয়ার্ড কনসেইসাও এর ৯২ তম মিনিটের গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা। এদিন দলের অধিনায়ক রোনালদো ভাল খেললেও কোন গোলের দেখা পাননি।
অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেও জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ক। এদিন দলের হয়ে ইউরোতে অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক গোল করে কীর্তি গড়েছেন রিয়াল মাদ্রিদের ১৯ বছর বয়সী তারকা মিডফিল্ডার আর্দা গুলার। তবে তুরস্কের রক্ষণ নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়। জর্জিয়ার বিপক্ষে ম্যাচেও প্রতিপক্ষ বেশ কিছু সুযোগ নষ্ট করেছে না হলে সমীকরণ ভিন্ন রকমও হতে পারতো।
আরও পড়ুন : বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচসহ আজকের খেলা (১০ জুন ২৪)
আর চলতি ইউরোর অন্যতম ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল হলো পর্তুগাল। তাদের আক্রমণভাগকে বলা যায় চলতি আসরের অন্যতম সেরা যাদের যে কোন দলপর রক্ষণভাগের বুকে কাপন ধরানোর সক্ষমতা রয়েছে। তাই বলা যায়, রোনালদো-ব্রুনোদের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষারই সম্মুখীন হতে হবে তুরস্ককে। আজ দুই দলের মধ্যে জয়ী দলের পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে। আর ড্র করলে বা হারলে তৃতীয় ম্যাচই হবে তাদের জন্য শেষ ভরসা। আজ হেরে গেলে শেষ ম্যাচে জয়ের কোন বিকল্প থাকবে না।
আজ তাই দুই দলই চাইবে জয়ের মাধ্যমে শেষ ষোলো নিশ্চিত করে ফেলতে।
ক্রিফোস্পোর্টস/২২জুন২৪/এমএস