তিন দিন আগেই ফাইনাল ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো। তবে সকলের ধারণা ছিল, চোট হয়তো গুরুতর নয়। তবে সৌদি প্রো লিগের প্রথম ম্যাচে তার অনুপস্থিতি ভুগিয়েছে আল নাসেরকে। একই সাথে ভক্তদের মনেও শঙ্কা দেখা দিয়েছে তার চোট নিয়ে।
জোড়া গোল করে আল হিলালের বিপক্ষে গত ম্যাচেই আল নাসরকে চ্যাম্পিয়ন করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু পরের ম্যাচেই সৌদি প্রো লিগে আল নাসরের একাদশ এমনকি বেঞ্চেও নেই রোনালদো। তারকা এই ফুটবলারকে ছাড়া খেলতে নেমেই বিপাকে পড়েছে সৌদির ক্লাবটি। সাদিও মানে থাকলেও জেতাতে পারেননি আল নাসেরকে।
ম্যাচে আল-ইত্তিফাক ২-১ গোলে জয় পায়। নাসেরের হয়ে একমাত্র গোলটি করেছেন সাদিও মানে। অপরদিকে ইত্তিফাকের হয়ে একটি করে গোল করেন রবিন কোয়েসন এবং অপরটি করেন মুসা দেম্বেলে।
শুরুটা ভালোই করেছিলো আল নাসর। ম্যাচের ৪ মিনিটে গোল করেন সাদিও মানে। আলী হাসানের পাস থেকে বক্সের ভেতর থেকে গোল করেন সেনেগালের এই তারকা।
কিন্তু তার লিড গোলের পরে নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি আল-নাসর। ৪৭ মিনিটে সেই গোল শোধ করেন আল-ইত্তিফাকের ফরোয়ার্ড রবিন কোয়েসন। ৫৩ মিনিটে ইত্তিফাকের হয়ে জয়সূচক গোলটি করেন ক্লাবটির স্ট্রাইকার মুসা দেম্বেলে।
আরও পড়ুনঃ মেসির দেশ আর্জেন্টিনার ক্লাবের হয়ে খেলবেন জামাল ভূইয়া
ক্রিফোস্পোর্টস/১৫আগস্ট২৩/এমএইচ