৩৮ বছর বয়সে এসেও ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উড়ছেন নিজে, উড়াচ্ছেন দলকেও। ২০২৩ সালটা দারুণ ভাবে পার করছেন তিনি। এই ক্যালেন্ডার বছরে করলেন আন্তর্জাতিক ও ক্সলাব ফুটবল মিলিয়ে র্বোচ্চ গোল। গেল রাতে সৌদি প্রো-লিগে আল ইত্তিহাদকে হারানোর ম্যাচে জোড়া গোল করে এই কীর্তি গড়েন রোনালদো।
প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে গেল রাতে সৌদি প্রো-লিগের ম্যাচে ঘরের মাঠে আল ইত্তিহাদকে ৫-২ গোলের ব্যবধানে হারিয়েছে রোনালদোর আল-নাসর। ম্যাচে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং সাদিও মানে। ইত্তিহাদের হয়ে গোল দুটি করেন আবদে রাজ্জাক হামদাল্লাহ।
সৌদি প্রো-লিগে ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে আল নাসর। করিম বেনজেমার অ্যাসিস্টে ম্যাচের ১৪তম মিনিটেই দলকে লিড এনে দেন আবদে রাজ্জাক হামদাল্লাহ। তবে এর পাঁচ মিনিট বাদেই পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৩৮ মিনিটে তালিস্কার গোলে লিড নিয়ে বিরতিতে যায় আল-নাসর।
বিরতি থেকে ফিরেই পাল্টা আক্রমণে ম্যাচে সমতা ফেরায় আল ইত্তিহাদ। দ্বিতীয় গোলটিও করেন আবদে রাজ্জাক হামদাল্লাহ। এরপর ৬৮তম মিনিটে ফের পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন রোনালদো। ম্যাচের ৭৫ ও ৮২ তম মিনিটে দুটি গোল করে ব্যবধান বাড়ান সাদিও মানে। এর আগে ৬৬ মিনিটে লাল কার্ড থেকে মাঠ ছেড়েছেন ইত্তিহাদের ফ্যাবিনহো।
এই ম্যাচে জোড়া গোল করে ২০২৩ সালে জাতীয় দল ও ক্লাব ফুটবল মিলিয়ে সর্বোচ্চ ৫৩ গোলের মালিক বনে গেলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সমান ৫২ টি করে গোল করে এই তালিকায় তার পেছনেই রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান কিলিয়ান এমবাপ্পে ও ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।
তবে এই বছর এমবাপ্পে ও হ্যারি কেনের আর কোন ম্যাচ না থাকায় রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার শঙ্কা নেই। তবে ৫০ গোল করে চতুর্থ স্থানে থাকা আর্লিং হালান্ডের সুযোগ থাকবে রোনালদোকে ছোঁয়ার। এবছর ম্যানসিটির হয়ে আরো দুটি ম্যাচ খেলার সুযোগ থাকছে এই নরওয়ের ফুটবলারের। তবে এ বছর আরো একটি ম্যাচ থাকায় নিজের গোল সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর।
এদিকে সৌদি প্রো-লিগে আল ইত্তিহাদের বিপক্ষে জয়ের মাধ্যমে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে আল নাসর। সমান ম্যাচ খেলে ২৮ পয়েন্টে আল ইত্তিহাদ আছে ছয় নম্বরে। আর ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে আল হিলাল।
আরও পড়ুন: বর্তমান ব্রাজিলকে দেখলে পেলেও কষ্ট পেতেন: এডিনহো
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৩/এসএ