Connect with us
ফুটবল

সাফের সূচি প্রকাশ, বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

নেপালের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সব নারী চ্যাম্পিয়নশিপ। আগামী ১৭ অক্টোবর থেকে মাঠে গড়াবে খেলা। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এই টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ৭ দলের এই সাফ টুর্নামেন্ট। যেখানে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। যার মধ্যে গ্রুপ ‘এ’ তে পড়েছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। যাদের সাথে গ্রুপে আরও থাকছে পাঁচ বারের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান।

এদিকে ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গে আছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তুলনামূলক সহজ গ্রুপে পড়ায় সহজে গ্রুপ পর্ব পাড়ি দেওয়ার সম্ভাবনা নেপালের। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারতের সমান পাঁচ বার ফাইনাল খেলেছে নেপাল। যদিও প্রতিবারই শিরোপা উঠিয়ে ধরেছে ভারত। বিপরীতে ফাইনাল খেলা পর্যন্তই সীমাবদ্ধ ছিল নেপালের সাফল্য।

তবে গেল নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল বাংলাদেশ। আর সে বারই নেপালকে হারিয়ে সাফ জয় করে লাল-সবুজের প্রতিনিধিরা। গোটা আসরেই পুরোপুরি অপরাজেয় থেকেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। চলতি টুর্নামেন্টে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল ও ৩০ অক্টোবর পর্দা নামবে সাফেরজ।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্ধী ভারত ও পাকিস্তান। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ২০ অক্টোবর মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে। অপর ম্যাচে অক্টোবর ভারতের বিরুদ্ধে খেলবে নিগার সুলতানারা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর দেশরথ রঙ্গশালা স্টেডিয়ামে।

আরও পড়ুন: রেকর্ড গড়া জুটির পর মিরাজকে নিয়ে যা বললেন লিটন

ক্রিফোস্পোর্টস/২সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল