ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ তিন ম্যাচের জন্য পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর আগে প্রথম দুই ম্যাচে ব্যক্তিগত কারণে টেস্ট দলের বাইরে ছিলেন ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। গুঞ্জন ছিল সিরিজের বাকি ম্যাচেও থাকবেন না তিনি, আর তেমনটাই হলো সত্য।
সিরিজের শুরুতে শোনা গিয়েছিল দুই ম্যাচ পর থেকে পাওয়া যেতে পারে কোহলিকে। তবে এবার শেষ তিন ম্যাচ থেকেও নিজের নাম সরিয়ে রাখলেন তিনি। এছাড়াও ইঞ্জুরির কারণে দল থেকে ছিটকে গেছেন শ্রেয়াস আইয়ার। এদিকে প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার আকাশ দীপ।
এর আগে ইংল্যান্ড লায়নদের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে লাল বলের তিনটি ম্যাচ খেলেছিলেন আকাশ দীপ। ১১ উইকেট শিকার করে সাম্প্রতিক খেলা সেই সিরিজে আকাশ সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। এছাড়াও ভারতের এশিয়ান গেমস জয়ী দলের সদস্য ছিলেন তিনি।
রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুল দলে থাকলেও অনিশ্চয়তা রয়েছে তাদের খেলা নিয়ে। তাদের খেলা বা না-খেলা নির্ভর করছে বিসিসিআইয়ের মেডিকেল টিম থেকে প্রাপ্ত ফিটনেস রিপোর্টে সবুজ সংকেতের উপর। চোটের কারণে দ্বিতীয় ম্যাচের একাদশে ছিলেন না তারা।
এদিকে বিরাট কোহলি টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে রাখায় নানা মাধ্যমে শোনা যাচ্ছিল গুঞ্জন। এরই মাঝে কিছুদিন আগে এবি ডি ভিলিয়ার্স বলেছিলেন কোহলি-আনুশকা দম্পতি অপেক্ষায় আছে তাদের দ্বিতীয় সন্তানের। যদিও পরবর্তীতে এমন ভুল তথ্য দেওয়ার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন ডি ভিলিয়ার্স।
ঘরের মাঠে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের কাছে হার দিয়ে শুরু করলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে ভারত। এখন পর্যন্ত সিরিজে ১-১ সমতায় রয়েছে দু’দল। সিরিজের তৃতীয় ম্যাচে আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে বাংলাদেশ সময় সকাল ১০টায় ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড।
শেষ তিন ম্যাচের জন্য ভারতের টেস্ট দল:
রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মুহম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।