Connect with us
ফুটবল

ক্লাব বিশ্বকাপে মেসির মায়ামির জায়গা পাওয়া ঘিরে গুঞ্জন

messi
ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো এবং লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আগামী বছর জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে ফিফা ক্লাব বিশ্বকাপে। ৩২ টি দল এ আসরে অংশগ্রহণ করবে। এ বিশ্বকাপে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি জায়গা পেতে যাচ্ছে বলে গুঞ্জন উঠেছে। এই বিষয়ে দলটির কোচ জেরার্দো মার্তিনো জানায়, এখনও ফিফা তাদের দলকে নির্বাচন করেনি। তবে টুর্নামেন্টে জায়গায় পাওয়ার জন্য যা যা করণীয় তাই করেছেন।

কনকাফাফ অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে চারটি দল- ২০২১ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মন্টেরেই, সিয়াটল সাউন্ডার্স সুযোগ পেয়েছে ২০২২ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য, ২০২৩ কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিওন এবং ২০২৪ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ জেতা পাচুকা।

স্বাগতিক হিসেবে আরও একটি দল বাড়তি সুযোগ পাবে যুক্তরাষ্ট্র থেকে। মেজর লিগ সকার (এমএলএস) থেকে সেই দলটি নিতে পারে ফুটবল নিয়ন্ত্রণ সংস্থাটি।

মায়ামির বিশ্বকাপে সুযোগ পাওয়ার ব্যাপারে শুক্রবার মার্তিনো বলেন, ‘ আমি মনে করি, এ আসরে জায়গা পাওয়ার তাদের মৌলিক দাবি আমরা পূরণ করেছি। আমাদের সবার কাছে একই তথ্য রয়েছে। নির্বাচিত হওয়া সম্ভাবনা অনেক বেশি…আমার মনে হয়, সুযোগ পাওয়ার জন্য ফুটবলের মৌলিক বিষয় এখন আমাদের আছে।’

আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে আইপিএল মাতানো ৩ ক্রিকেটারের
গত বৃহস্পতিবার লিওনেল মেসির জোড়া গোলে কলম্বাস ক্রুকে ৩-২ ব্যবধানে হারিয়ে এবারের সাপোর্টার্স শিল্ড জিতে নেয় মায়ামি। মার্তিনো সাপোর্টার্স শিল্ড জয়ের কথা বল উল্লেখ করেন।

মেজর লিগ সকারে (এমএলএস) ৩২ ম্যাচে মায়ামির পয়েন্ট ৬৮। এখনও দুই ম্যাচ বাকি মেসিদের। এ ম্যাচগুলো জিতলে নিয়মিত মৌসুমে সবচেয়ে বেশি পয়েন্টের রেকর্ড গড়বে ক্লাবটি। ২০২১ সালে ৭৩ পয়েন্ট নিয়ে সব চেয়ে বেশি পয়েন্ট তোলার রেকর্ড গড়েছিল নিউ ইংল্যান্ড।

২০২৪ এমএলএস চ্যাম্পিয়ন ক্লাবকে বিশ্বকাপের বাড়তি জায়গাটি দিতে পারে ফিফা। এই জন্য মায়ামি চাইবে এই টুর্নামেন্টটি জিততে।

ক্রিফোস্পোর্টস/০৫ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল