
জন্মদিনে সতীর্থদের কাছে জয় চেয়েছিলেন আন্দ্রে রাসেল। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৪ রানের দারুণ এক জয়ে সেই উপহার পেয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার।
মঙ্গলবার ৩৭ বছরে পা রাখা রাসেল বলেন, দলের বৈঠকে বলেছিলাম, আমাকে জন্মদিনে একটা জয় উপহার দিন। সবাই সেটা দিয়েছে, ধন্যবাদ জানাই।
আইপিএলের ওই ম্যাচে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাসেল। বোলিংয়ে ইয়র্কারের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারলেও মানসিকতায় সফল বলে জানান তিনি। ছ’টা ইয়র্কার করতে চেয়েছিলাম, তিন-চারটা করতে পেরেছি, সেটাই কাজে দিয়েছে, বলেন রাসেল।
আরও পড়ুন
»কোপা দেল রে ফাইনাল কাণ্ড: ছয় ম্যাচ নিষেধাজ্ঞায় রুডিগার
»আর্সেনালের মাঠে জয় নিয়ে ফাইনালের পথে পিএসজি
জন্মদিনে জয় পাওয়ার আনন্দে ভাসলেও সতীর্থদের অবদান ভুলেননি আন্দ্রে রাসেল। বিশেষ করে বল হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়া সুনীল নারাইনকে দিয়েছেন কৃতিত্ব। রাসেল বলেন, ১৪তম ওভারে নারাইন দুটো বড় উইকেট তুলে আমাদের লড়াইয়ে ফিরিয়ে আনে। এরপর থেকেই বিশ্বাস হয়েছিল, ম্যাচটা জিততে পারি।
নারাইনের সঙ্গে বরুণ চক্রবর্তীর কথাও বলেন তিনি, বরুণ দুর্দান্ত বল করেছে, এক ওভারে দুটি উইকেট নিয়ে দিল্লিকে কোণঠাসা করে দেয়।
নারাইনের ফিল্ডিং ও নেতৃত্বগুণের প্রশংসা করে রাসেল আরও বলেন, অনেকে ভাবে নারাইন গা করে না, কিন্তু সে সব সময় খেলার মধ্যে থাকে। আগের চেয়ে এখন অনেক বেশি কথা বলে ও দারুণভাবে উপভোগ করছে খেলা।
শেষে সতীর্থদের ধন্যবাদ জানিয়ে রাসেল বলেন, জন্মদিনে চাওয়া উপহারটা পেয়েছি।
