চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন পর খেলতে নেমে এক ম্যাচ খেলেই আবারও দলের বাইরে চলে গেলেন রাসেল। মূলত গোড়ালির চোটে দল থেকে ছিটকে পড়েছেন এই অলরাউন্ডার।
তৃতীয় টি-টোয়েন্টির দল থেকে রাসেল বাদ পড়ায় দলে ডাক পড়েছে আরেক নতুন পেস বোলিং অলরাউন্ডার শ্যামার স্পিঙ্গার। সেই সঙ্গে দলে ফিরেছেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া আলজারি জোসেফও।
দীর্ঘদিন পর মাঠে নেমে মাত্র এক ম্যাচ খেলতে পেরেছেন আন্দ্রে রাসেল। ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নেমেই গোড়ালির চোটে আক্রান্ত হন তিনি। ফলে দ্বিতীয় ম্যাচের একাদশে রাখা হয় নি তাঁকে।
এদিকে ৫ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচ হেরে ২-০ তে পিছিয়ে আছে ক্যারিবিয়রা। সিরিজ জিততে বাকি ৩ টি ম্যাচেই জয় পেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সেন্ট লুসিয়ায় সিরিজের বাকি ৩ ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে বৃহস্পতিবার, শনিবার এবং সোমবার। যদিও সিরিজের এমন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মিস করতে হচ্ছে দলের অন্যতম তাঁরকা আন্দ্রে রাসেলের সার্ভিস।
একনজরে দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজ দলের টি-টোয়েন্টি স্কোয়াড :
রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, ম্যাথু ফোর্ড, শাই হোপ, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, আলজারি জোসেপ, এভিন লুইস, ব্রান্ডন কিং, গুদাকেশ মোটি, রোমারিও শেফার্ড, শেরফেন রাদারফোর্ড এবং শামার স্প্রিঙ্গার।
আরো পড়ুন : শুক্রবার ম্যাচের আগে বড় দুঃসংবাদ আর্জেন্টাইন শিবিরে
ক্রিফোস্পোর্টস/১৩নভেম্বর২৪/এসআর