কিনওয়েন ঝেং কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতল আরিনা সাবালেঙ্কা। একপেশে লড়াইয়ে মাত্র ৭৬ মিনিটেই ঝেংকে পরাজিত করেছেন বেলারুশের এই টেনিস তারকা।
আজ (শনিবার) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের ফাইনালে চীনের কিনওয়েন ঝেংয়ের মুখোমুখি হয় আরিনা সাবালেঙ্কা। ফাইনালে জমজমাট লড়াইয়ের বিপরীতে কোনো কঠিন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ৬-৩ ও ৬-২ সেটে ঝেংকে হারায় সাবালেঙ্কা।
দ্বিতীয় টেনিস খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সাবালেঙ্কা। এর আগে এই কীর্তি গড়েছিলেন তারই স্বদেশী ভিক্টোরিয়া আজারেঙ্কা। ২০১২ ও ২০১৩ দালে পরপর দু’বার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন সাবেক এই নাম্বার ওয়ান তারকা।
পর পর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশকালে সাবালেঙ্কা বলেন, দুটি সপ্তাহ দারুণভাবে কাটল। ভাবতেও পারিনি আবারও এই ট্রফি জয় করতে পারব।
সাবালেঙ্কার সঙ্গে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করা ঝেংও টুর্নামেন্ট ঝুড়ে দারুণ খেলেছেন। তবে ফাইনালে এসে তেমন চমক দেখাতে পারেননি ২১ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। ফাইনাল হারের পর ঝেংকে প্রেরণা দিয়ে সাবালেঙ্কা বলেন, তুমি দারুণ খেলেছ। ফাইনালে হারাটা খুবই কষ্টকর। তবে ভবিষ্যতে তুমি অনেক শিরোপা জিতবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে জকোভিচের বিদায়
ক্রিফোস্পোর্টস/২৭জানুয়ারি২৪/এমটি