Connect with us
ক্রিকেট

ইমরুলকে নিয়ে বিদায়ী বার্তা দিলেন সাব্বির

Sabbir Rahman_Imrul Kayes
সাব্বির রহমান ও ইমরুল কায়েস। ছবি- সংগৃহীত

কয়েকদিন আগেই আন্তর্জাতিক টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইমরুল কায়েস। গতকাল সোমবার (১৮ নভেম্বর) শেষবারের মতো লাল বলের ক্রিকেটে মাঠে নামেন তিনি। মিরপুরে খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল বলের ক্যারিয়ারের ইতি টানেন এই টপ অর্ডার ব্যাটার।

বিদায়ী ম্যাচটি জয়ে রাঙাতে পারেননি ইমরুল। ঢাকার কাছে ৯ উইকেটে হেরেছে তার দল। তবে সতীর্থ, প্রতিপক্ষ ও আম্পায়ারদের শুভেচ্ছা ও ভালোবাসা বেশ হাসিমুখেই বিদায় নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

ইমরুলের অবসরে তাকে বিদায়ী বার্তা জানিয়েছেন অনেকেই। এবার তাকে বিদায়ী বার্তা দিয়েছেন জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ সাব্বির রহমান।

আরও পড়ুন:

» ৭১ ধাপ এগিয়ে থাকা সৌদিকে হারিয়ে ইন্দোনেশিয়ার চমক

» যুবাদের শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল বিসিবি 

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ইমরুলকে নিয়ে এক পোস্ট করেছেন সাব্বির। পোস্টের ক্যাপশনের তাকে অবসরের শুভেচ্ছা জানিয়ে এই ব্যাটার লিখেছেন, ‘শুভ বিদায় ইমরুল কায়েস ভাই।’

এর আগে জাতীয় দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমও ইমরুলকে বিদায়ী বার্তা দিয়েছেন। নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে মুশফিক বলেন, ‘তুমি হয়ত নিজের ক্রিকেট ক্যারিয়ারে আরো বেশি কিছু অর্জন করতে পারতে। যাইহোক তুমি এবং মাঠের বাইরে একজন সত্যিকারের বন্ধু এবং যোদ্ধা। লাল বলের ক্রিকেট থেকে শুভ বিদায় বন্ধু।’

লাল বলের ক্রিকেট থেকে অবসর নিলেও সাদা বলে খেলা চালিয়ে যাবেন ইমরুল। পুনরায় জাতীয় দলে ফেরাও চেষ্টা করবেন এই ব্যাটার। এছাড়া ক্রিকেট থেকে অবসরের পর ব্যাটিং কোচ হওয়ার পরিকল্পনা রয়েছে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট